
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ এএম
বরিশালবাসীর ‘অত্যাচার’ টের পেয়েছেন তাওহীদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ পিএম

ছবি: সংগৃহীত
ফরচুন বরিশাল কথা রেখেছে, তবে একটু পাল্টে। লঞ্চের বদলে তামিম ব্রিগেডদের বাহন হিসেবে ছিল বিমান। রোববার বিকেল পৌনে ৪টায় নগরের বেলস পার্কে টানা দুবারের জেতা বিপিএল ট্রফি দুটি নিয়ে হাজির হন ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড়েরা। এসময় জড়ো হন হাজার-হাজার ক্রিকেট সমর্থক। যা দেখে রীতিমতো ভাষা হারিয়ে বসেছেন তাওহীদ হৃদয়।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল রাতে তাওহীদ ২ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পুরো বিমানে ঘুরছেন ক্যামেরাম্যান। এসময় ইবাদতকে বলতে শোনা গেছে, ‘আমরা বরিশাল এসেছি। আবার হবে।’
বরিশালের দর্শকদের ভালোবাসাকেও ‘অত্যাচার’ মনে হয়েছে তাওহীদের। ফেসবুকে টাইগার এই তারকা ব্যাটার বলেছেন, ‘ভালোবাসার অত্যাচার কি সেটা সম্ভবত আজ টের পেলাম। বরিশালবাসীর সঙ্গে অনেকটা সময় কাটাতে না পারার কষ্ট পুষে রাখব নাকি এত বেশি ভালোবাসা, আগ্রহ আর পাগলামি মনে রাখব বুঝতে পারছি না।’
তবে বেলস পার্কে এই শিরোপা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়নি। তামিমরা তিন-চার মিনিটের মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তাতে দর্শকদের হতাশা রূপ নেয় ক্ষোভে। মঞ্চ ভেঙে সেই ক্ষোভও প্রকাশ করেন বেলসপর্কে উপস্থিতি হওয়া ফরচুন বরিশালের সমর্থকেরা। গত শুক্রবার বিপিএলের ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে শিরোপা আরেকবার ঘরে তোলে বরিশাল।