Logo
Logo
×

খেলা

লংকানদের দুমড়ে-মুচড়ে দিয়ে অজিদের স্মরণীয় সিরিজ জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০১ পিএম

লংকানদের দুমড়ে-মুচড়ে দিয়ে অজিদের স্মরণীয় সিরিজ জয়

ছবি: সংগৃহীত

জয় হাতের মুঠোয় ছিল অস্ট্রেলিয়ার। চতুর্থ দিনের সকালে আর কোনো ‘অঘটন’ ঘটেনি। এদিন ৮ উইকেটে ২১১ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা শ্রীলংকা আর ২০ রান যোগ করতেই হারায় শেষ দুই উইকেট।

তাতে জয়ের জন্য নিজেদের দ্বিতীয় ইনিংসে স্রেফ ৭৫ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। ১৭.৪ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ৯ উইকেটের জয়ে শ্রীলংকায় দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় তারা। এর আগে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২৪২ রানে লংকানদের ধসিয়ে দিয়েছিল অজিরা।

চতুর্থ ‍দিনে শ্রীলংকার দ্বিতীয় ইনিংস শেষ হতে সময় লেগেছে মাত্র ছয় ওভার! নাথান লায়ন ও ম্যাথু কুনেমান চারটি করে উইকেট নিয়ে লঙ্কানদের ব্যাটিংকে গুঁড়িয়ে দেন। লায়নের দুর্দান্ত স্পিনে কুশল মেন্ডিস (৫০) টপ-এজ হয়ে ক্যাচ দেন, যা কার্যত শ্রীলংকার জয়ের সব আশা শেষ করে দেয়। বাকি উইকেট গুটিয়ে দেন বো ওয়েবস্টার, যার প্রথম বলেই লাহিরু কুমারাকে আউট করে ইনিংসের সমাপ্তি টানেন।

মাত্র ৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া খুব বেশি সময় নেয়নি। শুরুর দিকে নিশান পীরিস ও রমেশ মেন্ডিস কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। একমাত্র উইকেট হিসেবে ট্রাভিস হেডকে (২০) প্রভাত জয়সুরিয়া কুশল মেন্ডিসের ক্যাচ বানান। তবে উসমান খাজা (২৭) এবং মার্নাস লাবুশেন (২৬) অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ম্যাচটি একটি কারণে বিশেষ ছিল লংকানদের জন্য। সাদা পোশাকে যে শেষবারের মতো মাঠে নেমেছিলেন লংকান অধিনায়ক দিমুথ করুণারত্নে। কিন্তু বিদায়ী ম্যাচে তাকে জয় উপহার দিতে পারেননি সতীর্থরা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা - ২৫৭ ও ২৩১ (অ্যাঞ্জেলো ম্যাথুস ৭৬, কুশল মেন্ডিস ৫০; কুনেমান ৪/৬৩, লায়ন ৪/৮৪)

অস্ট্রেলিয়া - ৪১৪ (অ্যালেক্স কেয়ারি ১৫৬, স্টিভ স্মিথ ১৩১; প্রভাত জয়সুরিয়া ৫/১৫১) ও ৭৫/১ (খাওয়াজা ২৭*, লাবুশেন ২৬*; জয়াসুরিয়া ১/২০)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম