Logo
Logo
×

খেলা

রাজনীতি ও বিসিবি সভাপতি হওয়ার প্রশ্নে যা বললেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৩ পিএম

রাজনীতি ও বিসিবি সভাপতি হওয়ার প্রশ্নে যা বললেন তামিম

ছবি: সংগৃহীত

ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর থেকেই খবর চাউর হয় আসন্ন বিসিবি নির্বাচনে দেখা যেতে পারে তাকে। এ ব্যাপারে তার নিজের পরিকল্পনা কি? কিংবা সাবেক সতীর্থ মাশরাফি ও সাকিবের মতো তারও কি জাতীয় রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে আছে?

বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের মুখে পড়তে হয়েছে ফরচুন বরিশাল অধিনায়ককে। যার উত্তরও দিয়েছেন তামিম।

তামিম বলেন, ‘রাজনীতিতে... এখন তো আমি রিটায়ার্ড, যদি আসিও, এখন ওই আলোচনাটা হবে না…। পরে আরো বললেন, ‘তবে আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নেই।’ 

বোর্ড সভাপতি হিসেবে তামিমকে দেখা যাবে কি না; এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘ওটা দেখা যাক।’

ম্যাচের পরিস্থিতি নিয়ে তামিম বলেন, ‘ফিলিংটা তো ফ্যান্টাস্টিক। ওরা যেভাবে শুরু করেছিল মনে হচ্ছিল ২২০-২৫ চেইজ করতে হতে পারে। শেষ ৩-৪ ওভার আমাদের বোলাররা দারুণ বল করেছে। আমরা খুব বেশি রান দেইনি, বাউন্ডারিও দেইনি। আমাদের হিসাবে ২০ রান তারা কম করেছে। এই উইকেটে ভালো শুরু করলে এই রান তাড়া করা সম্ভব ছিল।’

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম