Logo
Logo
×

খেলা

রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদকে খোঁচা দিল আতলেতিকো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ এএম

রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদকে খোঁচা দিল আতলেতিকো

মাদ্রিদ ডার্বির আগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে উত্তপ্ত এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এস্পানিয়লের কাছে সবশেষ ম্যাচে রিয়াল হেরেছিল, এরপর তারা একটি  কঠোর বিবৃতি দিয়ে ম্যাচের রেফারিংয়ের সমালোচনা করে। তবে, তাদের এই অভিযোগ ভালোভাবে নেয়নি নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।    

রিয়ালের অভিযোগের প্রতিক্রিয়ায় অ্যাটলেটিকো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে পাল্টা জবাব দিয়েছে। এক্সসহ বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে রিয়ালের সমালোচনাকে বিদ্রূপ করেছে তারা। 

রোহিব্ল্যাঙ্কোরা মনে করে, ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বাধীন ক্লাব অযথা চাপ সৃষ্টি করছে, যা ম্যাচ পরিচালনার জন্য নিযুক্ত রেফারি সটো গ্রাদো এবং ভিএআর অফিসিয়াল ডে বুর্গোস বেঙ্গোএচিয়ার ওপর প্রভাব ফেলতে পারে। তাই নীরব না থেকে নিজেদের অবস্থান প্রকাশ করাই শ্রেয় মনে করেছে অ্যাটলেটিকো।  

ডার্বির আগের দিন অ্যাটলেটিকো মাদ্রিদ আরও একটি বক্তব্য দেয়। যার সুর আগের পোস্টের চেয়ে অনেক বেশি ‘সিরিয়াস’। তারা লিখেছে, ‘আমরা রেফারিং টিম, তাদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছি। ফুটবল পরিবারের জন্য এটি কঠিন সময়। শক্ত থাকুন।’ 

সাধারণত কারো দুঃসময়ে, কিংবা কেউ মৃত্যুবরণ করলে এই ধরণের পোস্টের দেখা মেলে। সেখানে আতলেতিকো এই পোস্টটা দিয়েছে রিয়াল রেফারিদের সমালোচনা করার পর, যা থেকে ইঙ্গিত মেলে রেফারিদের দুর্দশায় ফেলতে চাইছে রিয়াল মাদ্রিদ, এমনটাই ভাবে আতলেতিকো।

তারা পোস্টের সঙ্গে ক্লাবের অফিসিয়াল ক্রেস্টও সংযুক্ত করেছে। যা বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

এদিকে রিয়াল মাদ্রিদ আর আতলেতিকো আজ মৌসুমের দ্বিতীয় মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে। রিয়ালের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাবেউতে ম্যাচটা মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়। 

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ১-১ ড্রয়ে শেষ হয়েছিল। তার আগে দুই দলের লড়াইয়ে শেষ জয়টা আতলেতিকো মাদ্রিদের। ২০২৪ কোপা দেল রের শেষ ষোলোয় আতলেতিকো ৪-২ গোলে হারায় রিয়ালকে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম