আতিফ আসলামের কণ্ঠে চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং (ভিডিও)
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম
![আতিফ আসলামের কণ্ঠে চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং (ভিডিও)](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/atif-aslam-67a5e19742c21.jpg)
ভিডিও থেকে নেওয়া
চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে দুই সপ্তাহেরও কম সময় বাকি। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনাকে বাড়িয়ে তুলতে এবার থিম সং প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই গানে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম।
আজ (শুক্রবার) দুপুরে আইসিসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘জিতো বাজি খেল কে’ নামের থিম সংটি প্রকাশ করা হয়। গানের দৃশ্যায়নে উঠে এসেছে পাকিস্তানের বৈচিত্র্যময় সংস্কৃতি, রাস্তার প্রাণচাঞ্চল্য, বাজারের কোলাহল ও স্টেডিয়ামের উচ্ছ্বাস-সবকিছুই।
গানটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ সিদ্দিকী এবং লিখেছেন আদনান ঢুল ও আসফান্দিয়ার আসাদ।
চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং গাইতে পেরে উচ্ছ্বসিত আতিফ আসলাম বলেন, ‘আমার ক্রিকেট খুব ভালো লাগে এবং ছোটবেলা থেকে আমি ফাস্ট বোলার হতে চেয়েছিলাম। খেলাটির প্রতি ভালোবাসা ও বোঝাপড়ার কারণে আমি দর্শকদের উদ্দীপনা, উচ্ছ্বাস ও অনুভূতিগুলোর সঙ্গে একজন ভক্ত হিসেবে গভীরভাবে সম্পৃক্ত। এ কারণেই চ্যাম্পিয়নস ট্রফির থিম সংয়ের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’
প্রসঙ্গত, ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে যাচ্ছে কোনো আইসিসি টুর্নামেন্ট। তাই দেশটিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উন্মাদনা একটুঁ বেশিই। আগামী ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।
চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং দেখুন এখানে-