চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া স্কোয়াডে শনির দশা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ এএম
![চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া স্কোয়াডে শনির দশা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/1-(15)-67a59f140cfa4.jpg)
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শনির দশা লেগেছে অস্ট্রেলিয়ার স্কোয়াডে। পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস আচমকা অবসর বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দুই সপ্তাহ আগে। এবার আরও বড় ধাক্কা খেয়েছে দলটি। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না দলটির অধিনায়ক প্যাট কামিন্সের। শুধু তাই নয় স্কোয়াড থেকে ছিটকে গেছেন তারকা পেসার জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ।
কামিন্স এবং হ্যাজেলউডের অনুপস্থিতি নিশ্চিতভাবেই বড় দুশ্চিন্তার কারণ অস্ট্রেলিয়ার জন্য। তাদের জায়গায় কারা দলে আসছেন সেটা নিয়েই এখন ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। একই সঙ্গে ভাবতে হচ্ছে অধিনায়ক নিয়েও।
কামিন্স সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজেই গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোট সারিয়ে উঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। তবে শেষ পর্যন্ত সেটি হয়ে উঠেনি। অন্যদিকে নিতম্ব ও হাঁটুর চোটের কারণে বাদ পড়েছেন হ্যাজেলউড।
এই তিন ক্রিকেটারের বাদ পড়া নিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, ‘দুর্ভাগ্যবশত, প্যাট, জশ এবং মিচ ইনজুরি সামলাচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সময়মতো প্রস্তুত হতে পারেননি তারা। হতাশাজনক হলেও, এটি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্ব ইভেন্টে পারফর্ম করার জন্য অন্যান্য খেলোয়াড়দের জন্য একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে।’
মার্শ, স্টয়নিস, কামিন্স এবং হ্যাজলউডের পরিবর্তে তারা আসছে অজিদের স্কোয়াডে সেটি অবশ্য এখনও নিশ্চিত করেনি দলটি। তবে টুর্নামেন্টের আগে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছে সেখানে পারফর্ম বিবেচনায় করেই চূড়ান্ত দল ঘোষণা করবে দলটি।