ফাইনালে চিটাগং ভক্তদেরও সমর্থন চান ‘বরিশালের’ তামিম
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম
![ফাইনালে চিটাগং ভক্তদেরও সমর্থন চান ‘বরিশালের’ তামিম](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/Tamim-Iqbal-(4)-67a59b9051493.jpg)
তামিম ইকবাল বরিশালবাসীর মনে বেশ জায়গা করে নিয়েছেন বোধ করি। টুর্নামেন্টের ইতিহাসের ৯টি আসর খেলে দশম বারে গিয়ে প্রথম শিরোপার স্বাদটা পেয়েছে বরিশাল। সেই ফরচুন বরিশালের অধিনায়ক ছিলেন তামিম।
তিনি এবারও পারফর্ম করছেন বেশ। একাধিক বিস্ফোরক ইনিংস আছে। তবে সবচেয়ে বড় কাজটা তামিম করেছেন অধিনায়কত্বে। পুরো দলকে এক সুতোয় গেঁথেছেন। বরিশাল যেন স্রেফ একটা ফ্র্যাঞ্চাইজি নয়, একটা পরিবারও।
তামিমের দল তার সুফল পেয়েছে বেশ করে। টানা দ্বিতীয় বারের মতো চলে এসেছে প্রতিযোগিতার ফাইনালে। শেষ চার মৌসুমে এ নিয়ে তৃতীয় বারের মতো ফাইনালের মঞ্চে পা রাখল দলটা।
শেষ দুবারের কৃতিত্বটা তামিমের ভাগেই যাবে। গেল মৌসুম থেকে শুরু করে দলটার অধিনায়ক যে তিনিই।
এবারের ফাইনালে তার প্রতিপক্ষ চিটাগং কিংস। এই ফাইনালটা তাই তার জন্য বিশেষ কিছুও। কেন? এই চিটাগং কিংসের হয়েই কিন্তু বিপিএল যাত্রাটা শুরু হয়েছিল তামিমের। প্রথম আসরে তিনি ছিলেন এই দলের আইকন ক্রিকেটারও।
তবে এর চেয়েও বড় একটা কারণ আছে তামিমের জন্য। তিনি যে নিজেও এই চট্টগ্রামেরই মানুষ, সেখানকার হাওয়া বাতাসে বড় হয়ে বনেছেন আজকের মহীরুহটি।
চট্টগ্রামের মানুষও তামিমকে নিজেদেরই একজন ভাবে, সেটা সবসময়ই। এই তো এক বিপিএল আগের কথা। তামিম তখন খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি যখন নামলেন পুরো স্টেডিয়াম রীতিমতো বরণ করে নিল তাকে। ম্যাচটা কার বিপক্ষে ছিল জানেন? চট্টগ্রামের তৎকালীন বিপিএল ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।
তেমন কিছুর পুনরাবৃত্তি আজও চান তামিম ইকবাল। বরিশাল যখন চিটাগং কিংসের মুখোমুখি হবে বিপিএলের ফাইনালে, তখন চট্টলাবাসী তার জন্যও গলা ফাটাক তা চাইছেন তিনি। তার কথা, ‘তারা তাদের দলকে ফাইনালে সমর্থন দেবে। তবে যখন আমি ব্যাট করতে নামব, তখন হয়তো আমার জন্যও একটু সমর্থন তোলা থাকবে।’
সে সমর্থনটা তামিম পান আর না পান, তাতে খুব একটা ক্ষতি নেই। একটা জিনিস তিনি নিশ্চয়ই চাইবেন। বিপিএলের শিরোপাটা। তার জন্যেই যে শেষ ১ মাস ৮ দিনের লড়াইটা হলো!