‘ধ্বংসাত্মক’ শামীমকে নিয়েই চিটাগংয়ের বাজি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ এএম
![‘ধ্বংসাত্মক’ শামীমকে নিয়েই চিটাগংয়ের বাজি](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/14-67a5914834661.jpg)
ছবি: সংগৃহীত
দলের যখন খুব প্রয়োজন তখন ত্রাতা হন শামীম হোসেন। বিপিএলে এবার শামীম সামলেছেন গুরুদায়িত্ব। চিটাগং কিংসের রান দ্রুত বাড়িয়ে নেওয়া কিংবা প্রতিপক্ষের ছোড়া লক্ষ্যে ধুন্ধুমার ব্যাটিং— সবটাতেই সিদ্ধহস্ত ছিলেন হার্ডহিটার এই ব্যাটার। বিদেশির অভাব বুঝতে না দেওয়া সেই শামীমেই আস্থা রাখছে চিটাগং।
ফরচুন বরিশালের বিপক্ষে শিরোপার মঞ্চে নামার আগে শামীম স্তুতি গেয়েছেন কিংসদের কোচ শন টেইট। পুরো বিপিএলে দাপট দেখানো শামীমের ধংসাত্মক ব্যাটিং নিয়েই তাদের বাজি। একই সঙ্গে দেখিয়ে দেওয়ার কথাও পুষছেন অস্ট্রেলিয়ান কোচ।
কিংসদের বস শন টেইটের মতে, শামীমের ব্যাটিং তাদের আত্মবিশ্বাস দিয়েছে বেশি। বিশেষ করে দলটির উপরের সারির ব্যাটারদের। সেটিই আরেকবার আজকের ফাইনালে চান কোচ, ‘যদি শামীম পাটোয়ারির কথাই ধরুন, সে ছয় নম্বর পজিশনে খেলেছে। সে সামনের দিকের ব্যাটারদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। দেখেছেন তার মতো ব্যাটার কতটা ধ্বংসাত্মক হতে পারে। তাকে বল করা খুবই কঠিন। সে আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আমার মনে হয় আমাদের ভালো বোলিং আক্রমণও রয়েছে। সব সময় আপনি সবকিছু পাবেন না।’
বিপিএলে কিংসদের ফাইনালে ওঠানোর পেছনে বড় ভুমিকা আছে শামীমের। দারুণ সময় কাটছে তার ব্যাটে। কিংসদের হয়ে ১৪ ইনিংসে প্রায় ত্রিশ গড়ে ৩৫০ রান করেছেন। আছে কয়েকটি দুর্দান্ত ইনিংস।
তবে ব্যাটার থাকলেও অলরাউন্ডারের অভাব বোধ করছে চিটাগং, ব্যাটিংয়েও তেমন নাম নেই। শন টেইট মনে করেন, ব্যাটিংয়ের সেই ঘাটতি তার দল পুষিয়ে নিতে পারবে এবং পেরেছে বলেই তারা আজকের সন্ধ্যা ৬টার ফাইনালে, ‘অনেকেই বলবে আমাদের ব্যাটিংয়ের গভীরতা নেই। দিন শেষে আমরা ফাইনালে খেলছি। অনেক সময় আপনাকে রিস্ক নিতে হবে এবং দল হিসেবে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।‘