Logo
Logo
×

খেলা

তরেসের হ্যাটট্রিক, বার্সা শেষ চারে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪ এএম

তরেসের হ্যাটট্রিক, বার্সা শেষ চারে

ফেরান তরেসের দুর্দান্ত হ্যাটট্রিকে বৃহস্পতিবার ভালেন্সিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে কোপা দেল রের সেমিফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা। মেস্তায়া স্টেডিয়ামে সমর্থকদের হতাশ করে ফেরমিন লোপেজ ও লামিন ইয়ামালও গোল করেন। এই জয়ে বার্সার রেকর্ড ৩১তম শিরোপার স্বপ্ন আরও জোরালো হলো বৈকি।  

বার্সার কোচ হানসি ফ্লিক রবার্ট লেভান্ডভস্কিকে বিশ্রাম দিলে সুযোগ কাজে লাগান তোরেস। ম্যাচের তৃতীয় মিনিটেই আলেহান্দ্রো বালদের চমৎকার পাস থেকে গোল করেন তিনি। ১৭ মিনিটে ইয়ামালের শট পোস্টে লেগে ফেরত আসলে রিবাউন্ড থেকে দ্বিতীয় গোলটি করেন তোরেস। কিছুক্ষণ পর পেদ্রির নিখুঁত পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে স্কোরলাইন ৩-০ করেন লোপেজ।  

মাত্র ৩০ মিনিটের মাথায় রাফিনহার পাস থেকে নিচু শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তোরেস। ততক্ষণে মেস্তায়ার দর্শকরা মাঠ ছেড়ে বেরিয়ে যেতে শুরু করে দেন। তাদের মত পাল্টানোর মতো কোনো পারফর্ম্যান্স আর দিতে পারেনি ভ্যালেন্সিয়া। 

একটা সুযোগ এসেছিল। তবে সেটা ম্যাচে ফেরানোর বদলে ভালেন্সিয়ার হতাশাই বাড়িয়েছে। দলটির উমর সাদিকের গোল অফসাইডের কারণে বাতিল হয়। তিনি পরে পেনাল্টি জিতলেও সেটিও অফসাইডের জন্য বাতিল হয়। ইয়ামাল একটা শট পোস্টে প্রতিহত হলেও শেষমেশ এক ডিফ্লেক্টেড শটে গোল পান তিনি।  

অন্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ১০ জনের ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে, যেখানে আগেই জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম