Logo
Logo
×

খেলা

বাবরই আমার সব: পাক মডেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ এএম

বাবরই আমার সব: পাক মডেল

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম এখনও বিয়ের পিড়িতে বসেননি। কবে বসবেন, তার কোনো গুঞ্জনও নেই। তবে ঠিক এই সময়ে এসে তার বিষয়ে এক মন্তব্য করে বসলেন পাক মডেল ও উদীয়মান অভিনেত্রী দুয়া জাহরা। যে মন্তব্যে রীতিমতো হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

এই তরুণী সম্প্রতি এক টিভি শোয়ে বলেছেন, ‘বাবর আজম শুধু আমার। আর কারোর নয়।’ তার এমন উক্তিতে এটাই প্রতীয়মান হয় যে, তিনি পাকিস্তানের তারকা ক্রিকেটারের প্রেমে বিভোর। 

সেই টিভি শোতে তিনি এখানেই থামেননি। দুয়া অকপটে বলেছেন, ‘বাবর আমার একমাত্র ভালোবাসা। ও আমার সব কিছু।’ তবে বাবরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাতেই অনেকটা আঁচ মিলছে, বিষয়টা স্রেফ ‘ক্রাশের’ পর্যায়েই আছে। এর চেয়ে বেশি কিছু নয়।

পাকিস্তানের সাবেক অধিনায়কের পুরো মনোযোগ এখন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে এই টুর্নামেন্ট। প্রথমদিনেই মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। তাদের প্রথম প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৩ ফেব্রুয়ারি ভারত ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পরের দুই ম্যাচ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম