Logo
Logo
×

খেলা

কীর্তনখোলা না কর্ণফুলী? কোথায় ভিড়বে বিপিএলের তরী?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ এএম

কীর্তনখোলা না কর্ণফুলী? কোথায় ভিড়বে বিপিএলের তরী?

কর্ণফুলী, না কীর্তনখোলা-কোথায় ভিড়বে বিপিএলের তরী? চট্টগ্রাম, না বরিশাল? আজ রাতে মিলবে এর উত্তর। বিপিএলের ফাইনাল শেষে। ট্রফি নিয়ে বরিশালে যাওয়ার ইচ্ছা অধিনায়ক তামিম ইকবালের। বিপিএলের টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি তার সামনে। ফাইনালে বরিশালের প্রতিপক্ষ তামিমের শহর চিটাগং। 

এক মাস আটদিনের টি ২০ টুর্নামেন্ট শেষ হচ্ছে আজ। টিম হোটেলে দুই অধিনায়কের ট্রফি নিয়ে ফটোসেশন হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। দর্শক আগ্রহ আকাশচুম্বী। অনলাইন ও বুথে সরাসরি টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে শেষ। 

বরিশাল অনেকটাই নির্ভার। টানা দ্বিতীয়বার শিরোপা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তামিম ইকবালের দল। চিটাগং কিংস ফাইনালে উঠেছে যোগ্য দল হিসাবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এবার ট্রফি জিতে লঞ্চে বরিশালে যেতে চান তামিম ইকবাল। বরিশাল এ নিয়ে পঞ্চমবার ফাইনালে খেলছে। তারা শিরোপা জিতেছে একবার। চিটাগং এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে খেলবে। কাগজে-কলমে এগিয়ে বরিশাল। টুর্নামেন্টে তারা ১৩ ম্যাচের মধ্যে জিতেছে দশটিতে। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে হারিয়েই সবার আগে ফাইনালের টিকিট কাটে বরিশাল। 

তামিম জানালেন, তাদের আত্মবিশ্বাসের কমতি নেই। তবে ফাইনালের হিসাব আলাদা। বরিশালের অধিনায়ক বলেন, ‘যে দল বেশি শান্ত থাকবে তাদেরই জেতার সম্ভাবনা বেশি। আমি আগে দুবার ফাইনালে খেলেছি। ফাইনালে শান্ত থাকতে হবে। না থাকলে ভুল হবে।’

চিটাগং ও বরিশালের গ্রুপপর্বের লড়াই ছিল সমানে সমান। দুদলই একটি করে ম্যাচ জিতেছিল। কোয়ালিফায়ারে এগিয়ে যায় বরিশাল। তামিমের দলের সঙ্গে যুক্ত হয়েছে নতুন নাম জিমি নিশাম। নিশামকে খেলালে বাদ পড়বেন মোহাম্মদ নবী।

এবার বিপিএলে বোলিংয়ে শীর্ষ পাঁচে রয়েছেন বরিশাল ও চিটাগংয়ের একজন করে। চিটাগংয়ের খালেদ আহমেদ ও বরিশালের ফাহিম আশরাফের সমান ২০টি করে উইকেট। ব্যাটিংয়ে শীর্ষ পাঁচে নেই বরিশালের কেউ। 

ওদিকে চিটাগংয়ের গ্রাহাম ক্লার্ক ৩৮৭ রান নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে। তবে লম্বা ব্যাটিং লাইনআপের কারণে বরিশাল এগিয়ে। অলরাউন্ডারসহ তাদের আট ব্যাটার। চিটাগংয়ের ব্যাটার কম। তারা পাঁচ বোলার নিয়ে একাদশ সাজায়। নেই কোনো স্বীকৃত অলরাউন্ডার। 

বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রায় হারা ম্যাচ জিতেছে চিটাগং। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে। আসরে ১৪ ম্যাচের নয়টিতে জয় তাদের। কাল অনুশীলন করেননি চিটাগংয়ের ক্রিকেটাররা।

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম