Logo
Logo
×

খেলা

মোবাইল ফোন হারিয়েও সমালোচিত বাবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

মোবাইল ফোন হারিয়েও সমালোচিত বাবর

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার বাবর আজম তার নিজের ব্যবহারিত মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছেন। নিজের হারিয়ে যাওয়া ফোন ফিরে পেতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বাবর আজম লিখেছেন, আমার ফোন এবং কন্টাক্ট (নম্বর) হারিয়ে ফেলেছি। যত দ্রুত সম্ভব তা খুঁজে পেলে সবার সঙ্গে যোগাযোগ হবে।

বাবর আজমের সেই টুইটের মন্তব্যের ঘরে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ভুলোমনা স্বভাবের কথাও টেনে এনেছেন সেখানে। 

বেশিরভাগই পাক তারকার অফফর্মকে টেনে খোঁচা দিতে ছাড়ছেন না। পাশাপাশি ফোন এবং ফর্ম ফিরে পাওয়ার পাশাপাশি বাবরের আসন্ন ম্যাচের জন্যও শুভকামনা জানিয়েছেন একটি অংশ।

২০২৪ সালে ফর্মের দারুণ উত্থান-পতন দেখেছেন বাবর। যে কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তাকে টেস্ট সিরিজের মাঝপথেও বাদ পড়তে হয়েছিল। যে কারণে পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়তে হয়েছে তাকে। গত বছর ৫ টেস্ট খেললেও কোনো সেঞ্চুরি পাননি বাবর, ফিফটিই পেয়েছেন কেবল একটি। 

টেস্টে ভালো না কাটলেও গত বছর ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ছন্দে ছিলেন বাবর। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও তিনি জায়গা পেয়েছেন। ২০২৪ সালে ৬ ওয়ানডেতে ২টি ফিফটি ও ৫৭ গড় নিয়ে তার ব্যাটে এসেছে ২২৮ রান। এ ছাড়া ২৪ টি-টোয়েন্টিতে ৬টি ফিফটি, ৩৩.৫৪ গড় এবং ১৩৩.২১ স্ট্রাইকরেটে ৭৩৮ রান করেছেন বাবর।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম