চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কারণে নেই ভারতীয় আম্পায়ার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম
আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এই টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান; কিন্তু প্রতিবেশী দেশে সফরে যেতে চায় না ভারত। যে কারণে টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে।
গতকাল বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এ তালিকায় নেই ভারতীয় কোনো আম্পায়ার।
ভারতীয় ক্রিকেটারদের মতো আম্পায়াররাও জানিয়ে দিয়েছেন, তারাও পাকিস্তান সফরে যেতে চান না। দুই সম্ভাব্য আম্পায়ার স্বেচ্ছায় নিজেদের সরিয়ে নিয়েছেন।
জানা গেছে, আইসিসির অন্যতম অভিজ্ঞ ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এবং আইসিসির এলিট প্যানেল আম্পায়ার নীতিন মেনন আইসিসির সঙ্গে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন, তারা পাকিস্তানে অনুষ্ঠিত ম্যাচগুলোতে দায়িত্ব পালন করবেন না। বর্তমানে ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজে দায়িত্ব পালন করছেন শ্রীনাথ।
আইসিসির সিনিয়র ম্যানেজার (আম্পায়ার ও রেফারি) শন ইজি বলেন, আমরা সব সময় যেকোনো ইভেন্টের জন্য সবচেয়ে যোগ্য ও উপযুক্ত অফিসিয়ালদের মনোনীত করার চেষ্টা করি এবং আমরা নিশ্চিত যে, তারা পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচগুলোতে দুর্দান্ত দায়িত্ব পালন করবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির ১২ সদস্যের আম্পায়ার প্যানেলে আছেন- আইসিসি বর্ষসেরা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড ক্যাটেলবরো, মাইকেল গফ, পল রাইফেল, ক্রিস গ্যাফানি ও কুমার ধর্মসেনা। একমাত্র পাকিস্তানি আম্পায়ার হিসেবে তালিকায় আছেন আহসান রাজা। বাংলাদেশ থেকে আছেন শরফুদ্দৌলা সৈকত।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট।