Logo
Logo
×

খেলা

‘তুই পারবি’ শুনে আহত পা নিয়েই চিটাগংকে ফাইনালে তোলেন আলিস

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ এএম

‘তুই পারবি’ শুনে আহত পা নিয়েই চিটাগংকে ফাইনালে তোলেন আলিস

পায়ের চোটে মাঠ ছেড়েছিলেন, কিন্তু দুই বল পরই আবার ফিরতে হলো! নাটকীয় এক ম্যাচে শেষ বলে বাউন্ডারি মেরে চিটাগং কিংসকে বিপিএল ফাইনালে তুললেন আলিস আল ইসলাম।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ২০১৩ সালের পর আবার ফাইনালে উঠেছে চিটাগং কিংস। ম্যাচের শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। সেখানে অসাধারণ ব্যাটিং করে দলকে জয় এনে দেন আলিস ও আরফাত সানি। মূলত স্পিনার হলেও, দুজনের ব্যাটেই জন্ম নেয় এই অবিশ্বাস্য গল্প।

মুশফিক হাসানের করা শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান সানি। এরপর আরও তিন রান নিয়ে শেষ তিন বলে প্রয়োজন ছিল আট রান। তবে এর মধ্যেই চোট পান আলিস। মাঠ ছাড়তে হয় তাকে। তার জায়গায় ব্যাট করতে আসেন শরিফুল ইসলাম। প্রথম বলেই চার মেরে দিলেও পরের বলেই আউট হয়ে যান তিনি। এরপরই ব্যথা নিয়ে আবার মাঠে নামতে হয় আলিসকে।

শেষ বলে প্রয়োজন চার রান। কাভার অঞ্চল দিয়ে চার মেরে দলকে ফাইনালে তুললেন তিনি। ম্যাচ শেষে বলছিলেন, ‘শেষ বলে আমি আবার যখন ফিরে এলাম, সানি ভাইকে বলছিলাম, ’ভাই আসলেই দেখেন, কপালে যদি থাকে ছয় মেরে দেব।’ সানি ভাই বলছিলেন, ‘ছয় দরকার নেই, তুই চারই মার’ (হাসি)।’

পুরো ম্যাচেই নাটকীয়তা ছিল চরমে। ১৬৪ রানের লক্ষ্যে এক পর্যায়ে ১০৫ রানে ২ উইকেট হারানোর পর হঠাৎই ধসে পড়ে চিটাগং। ১২ রানের মধ্যে হারায় ৪ উইকেট। সেখান থেকেই আলিস ও সানির লড়াইয়ে ঘুরে দাঁড়ায় দল।

শেষ ওভারে দুই দফায় ১৬ বলে ৩০ রান যোগ করেন এই জুটি। ম্যাচসেরার পুরস্কার জেতা আলিস বলেন, ‘আমি আর সানি ভাই যখন ব্যাটিং করছিলাম, সানি ভাই আমাকে শুধু বলছিলেন, ‘আলিস বিশ্বাস রাখ। তোর ব্যাটিং আমি দেখেছি। তুই পারবি।’ বিশ্বাসের সেই জোরেই তো ফাইনালে উঠল চিটাগং।

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম