বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শাহিন আফ্রিদির আবেগঘন বার্তা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ পিএম

দেখতে দেখতে দাম্পত্য জীবনের দুবছর পূর্ণ করলেন পাকিস্তান ক্রিকেটের তারকা পেসার শাহিন আফ্রিদি। ২০২৩ সালে আজকের এই দিনে তিনি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদির বড় কন্যা আনশাকে বিয়ে করেন।
বিবাহবার্ষিকীতে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন এ পেসার। সঙ্গে একটি দীর্ঘ আবেগময় ক্যাপশনও জুড়ে দিয়েছেন।
শাহিন লিখেছেন, বিশ্বাস করতে কঠিন হচ্ছে যে, তোমার সঙ্গে ইতোমধ্যে দুই বছর পার করে ফেললাম। কখনো কল্পনাও করিনি কারো সঙ্গে আমি গভীর ভালোবাসা এবং সম্পর্ক ভাগ করতে পারব, যা তুমিই সম্ভব করেছো।
তিনি আরও লেখেন, আমাদের জীবন সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ। আলিয়ার এবং আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। শুভ বিবাহ বার্ষিকী- আমার ভালোবাসা, আমার সেরা বন্ধু, আমার সোলমেট! আরও অনেক বছর তোমার সঙ্গে কাটানোর বাকি আছে, ইনশাআল্লাহ।
২০২৩ সালে মেয়ের বিয়ের বারাত অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে শহিদ আফ্রিদি তার মনের গভীর অনুভূতি প্রকাশ করেছিলেন।
সে সময় আফ্রিদি লিখেছিলেন, এটি আমার কাছে গতকালকের মতো মনে হয়, একটি আলো আমার ঘরে এসেছিল এবং এখন সেই আলো আমার চোখের সামনে চলে যাচ্ছে। তোমার বাবার হৃদয় ডুবে (কষ্টে) যাচ্ছে, কিন্তু সকালবেলার আলোর সঙ্গে আশা আসবে।
শাহিন আফ্রিদি ও আনশাহর বিয়েটা এক ঝাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। তাদের বিয়ের অনুষ্ঠানে বাবর আজম থেকে শুরু করে অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং পাকিস্তানি সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন। তালিকায় ছিলেন শায়েস্তা লোধি, জাভেরিয়া সৌদী, ব্রডকাস্টার সাওয়েরা পাশাও, পাকিস্তানের সুপারস্টার হুমায়ূন সাঈদ, আদনান সিদ্দিকী এবং ফাহাদ মোস্তফাও।
২০২৪ সালের আগস্টে নিজেদের প্রথম সন্তানের আগমনের ঘোষণা দেন আফ্রিদি দম্পতি। পরিবারের সদস্যরা এই খবরটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শেয়ার করেন। সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং শাহীন ও আনশাকে প্রথমবার বাবা-মা হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে বার্তা পাঠানো হয়।