বাধ্যতামূলক অবসরে ক্রীড়া পরিষদের প্রভাবশালী কর্মকর্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম
রশিদুজ্জামান সেরনিয়াবাত
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রভাবশালী কর্মকর্তা রশিদুজ্জামান সেরনিয়াবাতকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ কর্মকর্তা/কর্মচারী বিধিমালা-১৯৯৫ ও ১৯৭৪ সালে পাবলিক সার্ভিস অ্যাক্টের আলোকে তাকে জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করেছে এনএসসি।
আজ (বুধবার) এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি এই সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেন।
এর আগে সাময়িক বরখাস্ত করে ক্রীড়া পরিষদে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্ত করা হয়। সে তদন্তের প্রতিবেদন পর্যালোচনার পরই তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এনএসসি।
নিরাপত্তা প্রহরী হিসেবে এনএসসিতে চাকরি শুরু করা সেরনিয়াবাত একসময় জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব বনে গিয়েছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে অবশ্য তাকে সেই পদে স্থায়ীকরণের কোনো আনুষ্ঠানিক পত্র নেই।
এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিব থাকাবস্থায় ঠিকাদারদের কাজ পাওয়া, আত্মীয়কে এনএসসিতে চাকরি দেওয়ার মতো অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই অভিযোগগুলো খতিয়ে দেখেছে তদন্ত কমিটি।
জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব হলেও ক্রীড়া সংগঠক হিসেবেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন সেরনিয়াবাত। আরচারি ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ছিলেন, পাশাপাশি আরও কয়েকটি ক্রীড়া ফেডারেশন/এসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন সময়। এছাড়া বিদেশ সফরগুলো নিয়েও অনেক প্রশ্ন ওঠে।
প্রসঙ্গত, ৫ আগস্ট পরবর্তী সময়ে সেরনিয়াবাতকে প্রথমে বান্দরবান জেলা স্টেডিয়ামের প্রশাসক হিসেবে বদলি করা হয়। এরপরই তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।