Logo
Logo
×

খেলা

মেয়াদ শেষ নারী দলের কোচের, তাকে ফেরাবে বিসিবি?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৬ পিএম

মেয়াদ শেষ নারী দলের কোচের, তাকে ফেরাবে বিসিবি?

শেষ আড়াই বছরে বাংলাদেশের নারী ক্রিকেট দারুণ সব সফলতা পেয়েছে। তবে সেই সাফল্যের নেপথ্য নায়ক ছিলেন হাসান তিলকরত্নে। তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে, ফলে তিনি উঠে পড়ছেন শ্রী লঙ্কার বিমানে।

২০২২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের পর বাংলাদেশ নারী দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর গত ওয়েস্ট ইন্ডিজ সফরে তার চুক্তি শেষ হয়। সফরের মাঝপথে চুক্তি শেষ হলেও ক্যারিবিয়ান সফর শেষে পুরো দলের সঙ্গেই ঢাকায় ফিরেছেন তিনি। আগামী ৮ ফেব্রুয়ারি তিনি শ্রী লঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বেন। 

তার অধীনে সাফল্যের হিসেব করলে ভারত, পাকিস্তানকে ঘরের মাটিতে হারানো, দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে ধরাশায়ী করার কীর্তি চলে আসবে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও ক্যারিবীয়দের হারিয়েছে বাংলাদেশ।

এমন সফল একজনকে কি ধরে রাখার ভাবনা আছে বিসিবির? সংবাদ মাধ্যমকে বোর্ডের নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার জানান, এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি দুই পক্ষের। আগামী সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শ্রী লঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী জয়ের সদস্য ছিলেন তিনি। দেশটির হয়ে ৮৩ টেস্ট ৪২.৮৭ গড়ে ৪৫৪৫ রান করেছেন তিনি, করেছেন ১১টি সেঞ্চুরি ও ২০টি ফিফটি। ওয়ানডে খেলেছেন ২০০টি, ২৯.৬ গড়ে তিনি করেছেন ৩৭৮৯ রান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম