Logo
Logo
×

খেলা

রংপুরের বিদায়ের দায় নিজ কাঁধে নিলেন সোহান

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম

রংপুরের বিদায়ের দায় নিজ কাঁধে নিলেন সোহান

আরও একবার দারুণ শুরু পর ‘ক্র্যাশ ল্যান্ডিং’ হলো রংপুর রাইডার্সের। গেল বার তাও ফাইনালের এক ধাপ দূরে ছিল দলটা। এবার এলিমিনেটর থেকেই বিদায় নিতে হয়েছে নুরুল হাসান সোহানদেরকে।

এবারের আসরের সবচেয়ে নিখুঁত দলটা তাদেরই মনে করা হচ্ছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে টানা দু’বার হারানো, টানা আট ম্যাচ জয়, এমন কিছুর পরে দলটাকে অজেয়ই মনে হচ্ছিল। 

তবে এরপরই এল অ্যান্টি ক্লাইমেক্স। অষ্টম জয়টাই শেষ হয়ে রইল। রংপুর আর জিততেই পারল না। সবশেষ এলিমিনেটরে তারা হেরেছে চিটাগং কিংসের কাছে। তাতেই বিদায়ঘণ্টা বেজে গেছে তাদের। 

দলের এমন বিপর্যয়ের পর পুরো দোষটা নিজ কাঁধে নিয়ে নিচ্ছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, ‘এটা আমার ব্যর্থতা। আমি এর দায় নিচ্ছি। আমি আমার ভালোবাসার রংপুরকে ফাইনালে নিয়ে যেতে পারিনি। এই দলের অংশ ভবিষ্যতে আর হব কি না, তা জানি না; তবে রংপুর রাইডার্সের প্রতি সবসময় আমার শুভকামনা রইল। আমি এই দলের অংশ হতে পেরে, দারুণ কিছু নিবেদিত মানুষজনের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ।’

তিনি আরও যোগ করেন, ‘রংপুর রাইডার্সকে পারফর্ম করতে, ও ফাইনালে দেখতে চেয়েছিলাম আমি, এর চেয়ে বেশি কিছু চাইনি। ফ্র্যাঞ্চাইজির প্রতি অনুরাগের কারণে ভক্তদের ও ম্যানেজমেন্টের এটা প্রাপ্য ছিল। আমি সততা ও কঠোর পরিশ্রম দিয়ে নিজের সর্বোচ্চটা দিতে চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যা চেয়েছিলাম, তা হয়নি। আমি আবারও দুঃখিত।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম