Logo
Logo
×

খেলা

হামজাকে যেভাবে বরণ করে নিতে চায় বাফুফে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫ এএম

হামজাকে যেভাবে বরণ করে নিতে চায় বাফুফে

আর মাত্র এক মাস। তারপরই হামজা চৌধুরীর অভিষেক হবে বাংলাদেশের হয়ে। সেজন্যে বাফুফেও বেশ আটঘাট বেঁধে নেমেছে। তাকে বাংলাদেশে বরণ করে নিতে নিচ্ছে বাড়তি উদ্যোগ। 

হামজাকে একটু আগেভাগে দেশে এনে বরণ করে নেওয়ার ভাবনা আছে বাফুফের। যে কারণে লেস্টার সিটির সঙ্গে আলোচনা হচ্ছিল। তবে জানুয়ারিতে হামজার ক্লাব বদলে যাওয়ায় এখন শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে আলোচনায় বসতে হচ্ছে বাফুফেকে।

প্রক্রিয়াটি সম্পর্কে জানিয়েছেন বাফুফে সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। তিনি বলেন, ‘হামজা চৌধুরী মাত্রই তার নতুন ক্লাবে (শেফিল্ড ইউনাইটেড) যোগ দিয়েছে। তাকে দেশে আনার জন্য আমরা তার আগের ক্লাবের (লেস্টার সিটি) সঙ্গে যোগাযোগ করেছিলাম। এখন তার নতুন ক্লাবের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। হামজার ঢাকায় আসার ব্যাপারে কথা বলছি, চূড়ান্ত কিছু হয়নি। তবে আমরা যদি এই উইন্ডোতে তাকে পাই, তার সংবর্ধনার ব্যবস্থা করব। সেও চায় ঢাকায় আগে এসে এরপর সৌদিতে ক্যাম্পে যাবে।সবকিছু নির্ভর করছে আমরা কতটুকু সময় পাই, তার ওপর’।

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্প করবে জাতীয় ফুটবল দল। 

এই ম্যাচে প্রথমবারের মতো লাল-জার্সি গায়ে জড়াবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী। এদিকে জাতীয় পুরুষ ও মহিলা দুই দলের জন্যই কিট স্পন্সর প্রস্তুত বলে জানান ফাহাদ, ‘জাতীয় দুই দলের জন্যই আমাদের পৃষ্ঠপোষক প্রস্তত। আগামী সপ্তাহে ঘোষণা দেব।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম