Logo
Logo
×

খেলা

‘মেয়েদের সমস্যার কোনো মূল্যই নেই তাদের কাছে’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২ এএম

‘মেয়েদের সমস্যার কোনো মূল্যই নেই তাদের কাছে’

মাতসুশিমা সুমাইয়ার এক স্ট্যাটাসে রীতিমতো আলোড়ন পড়ে গেছে বাংলাদেশের ফুটবলে। সেই স্ট্যাটাসের পর এবার সরব হয়েছেন সাফজয়ী আরেক নারী ফুটবলার মাসুরা পারভীন। মঙ্গলবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে সুমাইয়ার স্ট্যাটাস শেয়ার দিয়ে এই ডিফেন্ডার জানান নিজের অভিমত।

তিনি লেখেন, ‘আমি তোমার সঙ্গে একমত সুমাইয়া। আমারও একই অনুভূতি এখন। এখানে বাংলাদেশে আসলে কেউ আমাদের বা আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেন না। তাদের শুধু দরকার ট্রফি। কোনো অভিযোগ নেই, কোনো সমস্যা নেই, কোনো তর্ক নেই, কোনো আলোচনা নেই। আমাদের সমস্যা তাদের কাছে মূল্যহীন বা কার্যকরী নয়।’

ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারের সঙ্গে সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব এখন দেশের ফুটবলের সবচেয়ে আলোচিত খবর। লিখিত অভিযোগ দিয়ে একযোগে ক্যাম্প ছেড়ে চলে যাওয়া ১৮ ফুটবলারের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন বাফুফের বিশেষ কমিটি।

এদিকে ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়া সুমাইয়া কাল বাসা থেকে ফের ক্যাম্পে আসেন। তার কথায়, ‘আন্দোলনের শেষ পর্যন্ত আমি থাকতে চাই। তাই ক্যাম্পেই ফিরেছি।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম