Logo
Logo
×

খেলা

পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট শেষ ১ ঘণ্টাতেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম

পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট শেষ ১ ঘণ্টাতেই

প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরে বড় কোনো টুর্নামেন্ট ছাড়া ক্রিকেট মাঠে দেখা হয় না ভারত ও পাকিস্তানের। এতে ক্রিকেটের এল ক্লাসিকোর আবেদন যেন আরও বেড়েছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এক ঘণ্টারও কম সময়ে। 

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ প্রত্যাশিতই ছিল। ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়েও আকর্ষণের কমতি নেই। এমনকি, ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটও শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে চোখের পলকে। 

১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সোমবার দুবাইয়ের স্থানীয় সময় বিকাল ৪টায় অনলাইন ও বুথে টিকিট বিক্রি শুরু হয়। 

নিবন্ধিত দর্শকরা আগে থেকে অনলাইনে ভিড় জমিয়ে অপেক্ষায় ছিলেন। ২৩ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে যায় সবার আগে। এরপর ২০ ফেব্রুয়ারির ভারত-বাংলাদেশ এবং ২ মার্চ ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটও শেষ হয় দ্রুত। ভারত সেমিফাইনালে উঠবে ধরে নিয়ে ৪ মার্চ দুবাইয়ের সেমিফাইনালের সব টিকিটও বিক্রি হয়ে গেছে। 

বুথেও দুবাইয়ের চার ম্যাচের সব টিকিট শেষ হয়ে যায় কয়েক ঘণ্টার মধ্যে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচও হবে দুবাইয়ে। আর ভারত বাদ পড়ে গেলে ফাইনাল হবে লাহোরে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম