সাবিনাদের বাদ দিয়ে নতুনদের দিকে ঝুঁকেছেন বাটলার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৮ এএম
সাবিনা খাতুনসহ বাংলাদেশ নারী দলের ১৮ জন সিনিয়র ফুটবলারের বিদ্রোহে ক্ষুব্ধ ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার। একদিকে তার অপসারণে অনড় সাবিনারা, অন্যদিকে সিনিয়র ফুটবলারদের দলে ফেরাতে অনিচ্ছুক কোচ।
তাই সিনিয়রদের অগ্রাহ্য করে নতুনদের দিকে মনোযোগ দিচ্ছেন বাটলার। ইতোমধ্যে বেশ কয়েকজন নতুন ফুটবলারকে অনুশীলনে ডেকেছেন তিনি। যাদের নিয়ে সাজাতে চান আগামীর স্বপ্ন।
কয়েকদিন আগেও বাটলারের অনুশীলন ক্যাম্প ছিল ভাঙা হাট। মঙ্গলবার সেই ভাঙা হাঁটে কোলাহল। ৩১ জন ফুটবলার ছিলেন ব্রিটিশ কোচের পাঠশালায়। সিনিয়র দলে থাকা ১২ জনের সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনী ও বিকেএসপির কয়েকজন ফুটবলার। সবাই মূলত অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়।
এদিকে বিকেএসপির মহাপরিচালক দেখা করে যাওয়ার পরও সাবিনাদের সঙ্গে বিকেএসপির শিক্ষার্থী তিন ফুটবলার নিজেদের অবস্থান থেকে সরে আসেননি। সাবিনা, কৃষ্ণা, সানজিদাসহ ১৮ ফুটবলার বাটলারের অনুশীলন বয়কট করে চলছেন। তাদের বিকল্প তৈরি ও পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করতে বাটলার জুনিয়রদের তৈরি করার চেষ্টা করছেন। মে মাসে সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাকে পাখির চোখ করে শিষ্যদের নিয়ে তার এই অনুশীলন ক্যাম্প।
শুধু সেনাবাহিনী ও বিকেএসপিই নয়, গত বছর সাফের আগে যাদের বাদ দেওয়া হয়েছিল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন বাধ্য হয়ে তাদেরকেও ডাকছে। সাফে বাদ পড়া আনাই মগিনী সুদূর রাঙামাটি থেকে এই প্রতিবেদককে বলেন, ‘আমাদের একটি হোয়াইটসআপ গ্রুপ রয়েছে। সেখানেই আমাদের বাদ পড়া ছয়জনকে ডেকেছিল বাফুফে। আমি যাইনি। যেখানে সম্মান নেই সেখানে না যাওয়াই ভালো। অন্যরা গেছে কিনা আমি জানি না।’
এদিকে আজ বাফুফে ভবনে আসার কথা রয়েছে সভাপতি তাবিথ আউয়ালের। তার সঙ্গে দেখা করে কথা বলার জন্য ক্যাম্পে এখনো রয়েছেন বিদ্রোহী ফুটবলাররা।