Logo
Logo
×

খেলা

চিটাগং না খুলনা, ফাইনালে যাবে কারা?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ এএম

চিটাগং না খুলনা, ফাইনালে যাবে কারা?

৩০ ডিসেম্বর শুরু বিপিএল শেষ হতে বাকি আর মাত্র দুই ম্যাচ। আজ বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার এবং শুক্রবার ফাইনাল। যেখানে বরিশালের প্রতিপক্ষ হবে চিটাগং কিংস বা খুলনা টাইগার্সের কোনো এক দল।

আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে এ দুদলের যে কোনো একটি বিদায় নেবে। জয়ী দল চলে যাবে ফাইনালে। বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে খেলছে।

প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হেরে সরাসরি ফাইনালে খেলার সুযোগ হারালেও আজ খুলনার বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন। লিগপর্বে দুবারের দেখায় দুদলেরই জয় একটি করে।

খুলনা কোয়ালিফায়ারে উঠেছে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে বিদায় করে। দলটির তুরুপের তাস ওপেনার মোহাম্মদ নাঈম। এবারের বিপিএলে এখন পর্যন্ত ১৩ ম্যাচে সর্বোচ্চ ৪৯২ রান করেছেন তিনি। নাঈমের স্ট্রাইক রেট ১৪৭.৭৪। অন্যদিকে চিটাগংয়ের হয়ে ১২ ম্যাচে সর্বোচ্চ ৩৮৩ রান গ্রাহাম ক্লার্কের। এছাড়া ১৬২.৭৩ স্ট্রাইক রেটে ১৩ ম্যাচে ৩৪৫ রান করেছেন শামীম হোসেন।

বোলিংয়ে কিংসের ভরসা পেসার খালেদ আহমেদ। ১২ ম্যাচে তিনি নিয়েছেন ১৯ উইকেট। আরেক পেসার শরীফুল ইসলামের উইকেট ১২টি। খুলনার হয়ে ১০ ম্যাচে সর্বোচ্চ ১৭ উইকেট পেসার আবু হায়দারের। পাশাপাশি দলটির স্পিন আক্রমণে আছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদের মতো অস্ত্র।

মিরাজ ১৩ ম্যাচে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৩৪৫ রান। এখানেই পিছিয়ে চিটাগং। একাদশে কোনো অলরাউন্ডারকে জায়গা দিতে পারছে না দলটি। যে কারণে অধিকাংশ ম্যাচেই ছয় ব্যাটারের সঙ্গে পাঁচ বোলার নিয়ে খেলতে হয়েছে তাদের। বিকল্প না থাকায় এ নিয়ে আর ভাবতে চান না চিটাগং অধিনায়ক মিঠুন।

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম