Logo
Logo
×

খেলা

সাবিনারা ব্রেনওয়াশ করছে, সুমাইয়ার বাবাকে কিরণের অভিযোগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম

সাবিনারা ব্রেনওয়াশ করছে, সুমাইয়ার বাবাকে কিরণের অভিযোগ

ছবি: সংগৃহীত

ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্বের বিষয়টি ক্রমেই ঘোলাটে হচ্ছে। একদিকে এই সংকট নিরসনে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গঠিত বিশেষ কমিটি। অন্যদিকে ফুটবলারদের অভিভাবকদের ফোন দিয়ে অভিযোগ করছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

জানা গেছে, আজ (মঙ্গলবার) জাতীয় নারী দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়ার বাবাকে ফোন করেছিলেন কিরণ।

ফোন করে তার বাবাকে কী বলেছেন কিরণ, তা জানিয়ে সুমাইয়া বলেন, ‘ফেডারেশন থেকে (কিরণ) আমার বাবাকে ফোন করে বলেছে, আমাকে যেন ক্যাম্পে না পাঠায় এবং আমাকে সাবিনারা ব্রেনওয়াশ করছে তাই আমি যেন তাদের সঙ্গ ত্যাগ করি। আমি বাবাকে পুরো বিষয়টি বুঝিয়েছি বাবা আমার কথায় আশ্বস্ত হয়েছে। আমি খুব সক্রিয়ভাবে আন্দোলনের সঙ্গে রয়েছি। যা করছি সজ্ঞানেই এবং শেষ পর্যন্ত এর সঙ্গেই থাকব।’

এদিকে গণমাধ্যমে বাংলায় এবং বাফুফে সভাপতির কাছে ইংরেজিতে চিঠি পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষ কমিটি। ইংরেজিতে চিঠি লেখার যোগ্যতা থাকা সত্ত্বেও এটি গ্রহণযোগ্য না হয়ে আরো সমালোচনা ও প্রশ্নের মধ্যে পড়ায় বেশ কষ্ট পাচ্ছেন সুমাইয়া, ‘আমি ইংরেজী মাধ্যমে পড়ছি ছোট থেকেই এবং ফুটবলও খেলছি জাতীয় পর্যায়ে। ফুটবল নিয়ে এ রকম একটি চিঠি লেখার গুণাবলি আমার রয়েছে।’

এদিকে আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছেন বলে জানান সুমাইয়া। তিনি লিখেছেন, ‘কেউই একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্যের কথা সত্যিই চিন্তা করে না। আমার এবং আমার সতীর্থরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, সেটা নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম যোগ্যতা আমার আছে। গত কয়েকদিন ধরে আমি খুন এবং ধর্ষণের অসংখ্য হুমকি পেয়েছি! এমন সব কথা শুনতে হচ্ছে যা কখনো কল্পনাও করিনি! এসব আমাকে ভেঙে দিয়েছে! আমি জানি না এই আঘাত থেকে সেরে উঠতে আমার কতক্ষণ লাগবে। তবে আমি মনে করি, কাউকে যেন তাদের স্বপ্ন পূরণের জন্য এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম