Logo
Logo
×

খেলা

সেই ইংলিশ কোচকে তলব করেছে বিশেষ কমিটি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

সেই ইংলিশ কোচকে তলব করেছে বিশেষ কমিটি

পিটার বাটলার

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারকে তলব করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিশেষ কমিটি। নারী দলের সিনিয়র ফুটবলারদের সঙ্গে কোচের বৈরিতা নিরসনে গঠিত এই কমিটি আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় তার সঙ্গে বৈঠকে বসবে।

বাফুফের ৭ সদস্যের এই বিশেষ কমিটি গত দুই দিন ১৮ ফুটবলারের বক্তব্য শুনেছে। সেখানে সাবিনারা যে চিঠি বাফুফে সভাপতি ও গণমাধ্যমকে দিয়েছেন, সেই চিঠির বক্তব্যের ওপর ভিত্তি করেই ফুটবলারদের বেশি জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।

কোচের ব্যাপারে সাবিনাসহ দলের অন্য সিনিয়র ফুটবলারদের অভিযোগকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না সংশ্লিষ্টরা। কারণ প্র্যাকটিস বাদ দিয়ে মডেলিং বা টিকটক, ফিটনেস কমে যাওয়া-কোচ এসব বললে সেটা বডি শেমিং হবে এমনটা ভাবা ঠিক না বলেই মত তাদের।

এছাড়া খেলোয়াড়দের অনেক সময় কোচ মজা করেও কিছু বলতে পারেন, সেটাকে সিরিয়াসলি নেওয়ার যৌক্তিকতাও নেই। সবমিলিয়ে কমিটি পুরো ঘটনাগুলো মিলিয়ে দেখার চেষ্টা করছে।

আজ পিটার বাটলারের সঙ্গে কথা বলে কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করবেন। খেলোয়াড় ও কোচের কথার পর এ বিষয়ে তারা একটা সারমর্ম গুছিয়ে আনার চেষ্টা করবেন বলে জানা গেছে।

এদিকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল লন্ডন থেকে এখন কুয়ালালামপুর আছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভায় যোগ দিতে। আগামীকাল (বুধবার) তার দেশে ফেরার কথা। কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা বৃহস্পতিবারের ( ৬ফেব্রুয়ারি) মধ্যে। যতটুকু জানা গেছে, বিশেষ কমিটি নির্ধারিত এক সপ্তাহের মধ্যেই তাদের প্রতিবেদন তৈরি করে জমা দেবে।

উল্লেখ্য, চলতি মাসের শেষ ও আগামী মাসের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে সাবিনাদের। ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ আরব আমিরাতে অনুষ্ঠিতব্য সে দুই ম্যাচ খেলতে ২৪ ফেব্রুয়ারি বিমানে চড়ার কথা নারী ফুটবলারদের। তার আগেই চলমান সংকট নিষ্পত্তি করতে চায় বাফুফের বিশেষ কমিটি।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম