Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি:

‘ব্যর্থ হলে কি অজুহাত দেবেন, সেটাও ঠিক করে ফেলেছেন বাবর’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম

‘ব্যর্থ হলে কি অজুহাত দেবেন, সেটাও ঠিক করে ফেলেছেন বাবর’

ছবি: যুগান্তর

আর মাত্র দুই সপ্তাহের অপেক্ষা। মাঠে গড়াচ্ছে ক্রিকেটের মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। যা সামনে রেখে এখন নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে বিশ্বসেরার মঞ্চে নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দেওয়ায় যেখানে মূল লক্ষ্য।

ঘরের মাঠে মেগা এই আসরে বাবরকে নিতে হচ্ছে নতুন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে সফল হলে যেমন মিলবে বাহবা; তেমনি ব্যর্থ হলে যেতে হবে সমালোচনার মধ্যে দিয়েও। তবে ব্যর্থ হলে কী অজুহাত দেবেন বাবর সেটাও নাকি ঠিক করে ফেলেছেন তিনি। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী জানিয়েছেন এমনটিই।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের কারণে খেলা হচ্ছে না সাইম আইয়ুবের। দীর্ঘদিন পর পাকিস্তান দলে ফেরা ফখর জামানের সঙ্গে তাই ওপেনিংয়ে দেখা যেতে পারে অভিজ্ঞ বাবরকে। আর এই পরিস্থিতিকেই ব্যর্থ হলে অজুহাত হিসেবে দাঁড় করাবেন বাবর। এমনটাই বলেছেন বাসিত।

বাসিত বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বাবরের ব্যাটিং পজিশন ঠিক থাকবে। আমি আশা করি বাবর পারফরম্যান্স করবে। যদি সে পারফর্ম করে, সে বলবে ‘আমি পাকিস্তানের হয়ে খেলেছি’। আর যদি সে পারফর্ম না করে, সে বলবে আমাকে জোর করে ওপেন করানো হয়েছে।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম