Logo
Logo
×

খেলা

ক্রিকেটাররা পেলেও টাকা পায়নি রাজশাহীর স্টাফরা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম

ক্রিকেটাররা পেলেও টাকা পায়নি রাজশাহীর স্টাফরা

ছবি: সংগৃহীত

দোষ স্বীকার করে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিন কিস্তিতে পাওনা মেটাবেন। ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি পারিশ্রমিকের বাকি অর্থ পাবেন। গতকাল সোমবার প্রতিশ্রুতির প্রথম ধাপের টাকা দিয়েছে। তবে বিদেশিরা টাকা পায়নি, এমনকি এক টাকাও পায়নি দলটির সাপোর্টিং স্টাফদের কেউ।

দলটির সূত্র বলছে, সব ক্রিকেটার প্রথম দফায় টাকা পায়নি। স্থানীয় ক্রিকেটারদের ১৪ জনকে টাকা দিয়েছে রাজশাহী। যারা অর্থ পেয়েছে তারা এরআগে চট্টগ্রাম পর্বে ২৫ শতাংশ অর্থ পেয়েছিল। এনিয়ে চুক্তির মোট ৫০ শতাংশ টাকা হাতে পেয়েছে ক্রিকেটাররা।

নিয়ম অনুযায়ী বিপিএলের এই পর্যায়ে পারিশ্রমিকের ৭৫ ভাগ পাওয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু ক্রিকেটাররা পেয়েছেন ৫০ ভাগ। স্থানীয়দের গতকাল ২৫ ভাগ পরিশোধ করলেও বিদেশিদের ক্ষেত্রে তাদের এজেন্টের মাধ্যমে পরিশোধ করা হবে।

দেশের একটি শীর্ষ গণমাধ্যম জানিয়েছে, দেশি ক্রিকেটারদের টাকা দিলেও এখন পর্যন্ত কোনো টাকা পায়নি দলটির সাপোর্ট স্টাফরা। প্রতিশ্রুতি মতো ৭ ও ১০ তারিখের মাঝে তাদের পুরো টাকা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিটির।

শফিকুর রহমান বিসিবির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ২ ফেব্রুয়ারির মাঝে সব অর্থ পরিশোধ করবেন। তা হয়নি। পরে সোমবার দিনের প্রথম প্রহরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয় রাজশাহী মালিককে। সঙ্কট নিরসনে সমাধান জানতে চাইলে, ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তথা তিন কিস্তিতে পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন।

প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সবাই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিক। অন্যথায়, তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম