Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও পরিকল্পনা করেননি নাসুম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১২ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও পরিকল্পনা করেননি নাসুম

ছবি: সংগৃহীত

দোরগোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি। বাকি আর মাত্র দুই সপ্তাহ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবেন ১৫ স্বপ্ন সারথি। তাদের একজন নাসুম আহমেদ। সেরাদের মঞ্চে নামার আগে বাংলাদেশি ক্রিকেটারদের প্রস্তুতিটা সারতে হচ্ছে চলমান বিপিএলেই। নামুসের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে তিনি অবশ্য জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও কোনো পরিকল্পনা করেননি তিনি। আপাতত মনোযোগটা বিপিএলেই রাখছেন তিনি।

বিপিএলে সবশেষ এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে হারানোর ম্যাচে খুলনা টাইগার্সের অন্যতম সেরা বোলার নাসুম। ৩ উইকেট তুলে রংপুরের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন নাসুম। যা দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছে। এমন এক জয়ের পর তার দল এখন কোয়ালিফায়ারে। অর্থাৎ বিপিএলের শিরোপা থেকে আর মাত্র ২ ম্যাচ দূরে নাসুমের দল। এরপর রওনা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএলে কেমন প্রস্তুতি নিচ্ছেন মেগা এই আসরের। এমন প্রশ্নে নাসুম বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি তো বড় আসর। সেটা নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করব। বর্তমানে বিপিএলে আছি এটা শেষ করি ভালোভাবে।’

বিপিএলের শেষ দিকে এসে ফ্র্যাঞ্চাইজিগুলো যেখানে বিদেশি ক্রিকেটারদের দিকে ঝুঁকছে সেখানে দেশি ক্রিকেটারদের নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন নাসুম। বলেন, ‘অবশ্যই আমাদের লোকাল যারা আছে সবাই আলহামদুলিল্লাহ। বিশেষ করে ব্যাটাররা খুবই ভালো ব্যাটিং করছে। বেঞ্চের সবাই বেশ সামর্থ্যবান। টিম কম্বিনেশনের জন্য খেলাতে পারছি না। আমাদের টিম বন্ডিং খুব ভালো। খেলি না খেলি সবাই এক আছি।’

নাসুম আরো বলেন, ‘২ ম্যাচ আগে থেকেই নক আউট খেলছি। সব দলই চায় সেমি ফাইনাল খেলতে। আমাদের প্রথম লক্ষ্য ছিল সেরা চার। আজকে প্রথম ম্যাচ জিতেছি, আলহামদুলিল্লাহ। পরের ম্যাচও জেতার চেষ্টা করব ইনশাল্লাহ। এই বিশ্বাসটা নিয়েই আমরা খেলে যাচ্ছি।’

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম