Logo
Logo
×

খেলা

সকালে কলম্বোয় করলেন সেঞ্চুরি, সন্ধ্যায় দুবাইয়ে চালালেন ‘টর্নেডো’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২ এএম

সকালে কলম্বোয় করলেন সেঞ্চুরি, সন্ধ্যায় দুবাইয়ে চালালেন ‘টর্নেডো’

দাসুন শানাকা যেন বাস্তবের ‘সুপারম্যান’। শ্রীলংকার অলরাউন্ডার যে কাণ্ড ঘটিয়েছেন, সেটিকে অবিশ্বাস্য বললে অত্যুক্তি হবে না। একই দিনে ভিন্ন দুই দেশে ভিন্ন সংস্করণের দুই টুর্নামেন্টে খেলে হইচই ফেলে দিয়েছেন শানাকা। 

শুধু খেলা নয়, দুই ম্যাচেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে দলের লক্ষ্য অর্জনে রেখেছেন বড় ভূমিকা। রোববার সকালে কলম্বোয় প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির পর দুবাইয়ে উড়ে গিয়ে সন্ধ্যায় আইএল টি-টোয়েন্টি লিগে আলো ছড়ান শানাকা। 

অসাধ্য সাধন করে দিন শেষে দুদলের মুখেই হাসি ফুটিয়েছেন সাবেক লংকান অধিনায়ক। আকাশপথে শ্রীলংকার কলম্বো থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দূরত্ব প্রায় ৩৩০০ কিলোমিটার। নিজের দুই দলের প্রতি দায়বদ্ধতা থেকেই অসাধ্য সাধনের চ্যালেঞ্জটা নেন শানাকা। 

কলম্বোর পিসারা ওভালে শ্রীলংকার প্রথম শ্রেণির টুর্নামেন্টের ম্যাচের শেষদিনে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে সেঞ্চুরি করে দলকে ফলো-অন থেকে বাঁচান তিনি। সাতে নেমে খেলেন ৮৭ বলে ১২৩ রানের ঝড়ো ইনিংস। মুরস স্পোর্টস ক্লাবের সঙ্গে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করে অবনমন এড়ায় সিংহলিজ স্পোর্টস ক্লাব। 

দলের হার এড়ানোর মঞ্চ সাজিয়ে দিয়ে নিজে আউট হওয়ার পর দুবাইয়ের বিমান ধরেন শানাকা। সাড়ে চার ঘণ্টার আকাশ ভ্রমণে দুবাইয়ে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি স্টেডিয়ামে গিয়ে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নেমে পড়েন তিনি। এবার পাঁচে নেমে খেলেন ১২ বলে ৩৪ রানের টর্নেডো ইনিংস। শানাকার শেষের ঝড়ে শাহরুখ খানের দল আবুধাবি নাইটরাইডার্সকে ২১৮ রানের লক্ষ্য দেয় দুবাই। ম্যাচটি শেষ পর্যন্ত ২৬ রানে জিতে আবুধাবিকে বিদায় করে প্লে-অফে জায়গা করে নেয় দুবাই।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম