Logo
Logo
×

খেলা

পুলিশ হেফাজতে রাজশাহীর মালিক, দিয়েছেন নতুন প্রতিশ্রুতি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ এএম

পুলিশ হেফাজতে রাজশাহীর মালিক, দিয়েছেন নতুন প্রতিশ্রুতি

ছবি: সংগৃহীত

বিপিএল বিতর্কিত করতে যতটুকু দরকার, তার প্রায় সবটুকু করেছে দুর্বার রাজশাহী। খেলোয়াড়দের অনুশীলন বয়কট, ভাতা না পাওয়া, প্রতিশ্রুতিভঙ্গ এবং পাওনা না মেটানো—সবকিছু শেষে এখনও দলটিকে ঘিরে আলোচনা। দুদিন আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হুঁশিয়ারি দিয়েছিলেন, পাওনা না মেটালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর জানা গেছে আবারও প্রতিশ্রুতি দিয়েছে রাজশাহী।

ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমান এরআগে বিসিবির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ২ ফেব্রুয়ারির মাঝে সব অর্থ পরিশোধ করবেন। তা হয়নি। পরে আজ দিনের প্রথম প্রহরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয় রাজশাহী মালিককে। সঙ্কট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তথা তিন কিস্তিতে পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন।

প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সবাই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিক। অন্যথায়, তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ক্রীড়া উপদেষ্টাকে ২ ফেব্রুয়ারির মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি। উল্টো গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানান অভিযোগ। বিভিন্ন মাধ্যম থেকে ফ্রাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও কানে আসে। বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাবার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার। দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরো গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। 

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম