Logo
Logo
×

খেলা

ধোনিকে রাজনীতিতে যোগ দেওয়ার পরামর্শ কংগ্রেস নেতার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম

ধোনিকে রাজনীতিতে যোগ দেওয়ার পরামর্শ কংগ্রেস নেতার

মহেন্দ্র সিং ধোনি

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন, তবে এখনো আইপিএলে খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। তবে ৪৩ বছর বয়সি ধোনি ক্রিকেট একেবারে ছেড়ে দেওয়ার পর কী করবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা থেমে নেই।

এবার সে বিষয়ে নিজের মতামত দিয়েছেন ভারতের কংগ্রেসদলীয় নেতা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা। বললেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্যাশা করছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ধোনির জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। এখনো আইপিএলে যখন ভারতের এই বিশ্বকাপজয়ী অধিনায়ক মাঠে নামেন, তখন ‘ধোনি-ধোনি’ রবে স্টেডিয়াম মুখরিত হয়।

এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই ধোনি রাজনীতিতে বাজিমাত করতে পারেন বলে বিশ্বাস রাজীবের। এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সহসভাপতি বলেন, ‘আমার মনে হয়, ধোনি রাজনীতিবিদ হতে পারে। তবে এটি তার ওপর নির্ভর করে। সে রাজনীতিতে এলে ভালোই করবে। ভোটে সহজেই জিতবে, কারণ তার জনপ্রিয়তা আছে। আমি জানি না সে রাজনীতিতে যোগ দেবে কি না, এটা পুরোপুরি তার ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমি একবার শুনেছি, সে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও সে আমাকে করবে না বলেই জানিয়েছে। আড়ালে থাকাটাই তার স্বভাব। নিজের সঙ্গে মোবাইলও রাখে না। এমনকি নির্বাচকদেরও তার সঙ্গে যোগাযোগ করতে হিমশিম খেতে হতো। তবে সে কোনো কিছু করলে, সেটা গুরুত্বের সঙ্গেই করে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম