Logo
Logo
×

খেলা

ইংল্যান্ড-ভারত সিরিজ দিয়ে বদলে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম

ইংল্যান্ড-ভারত সিরিজ দিয়ে বদলে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেট নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলছে। কেউ দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট চালুর পরামর্শ দিচ্ছেন। কেউ চারদিনের টেস্ট ম্যাচের পক্ষে মত দিচ্ছেন। এসব পরামর্শকে আমলে নিয়ে আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রেই পরিবর্তনের আভাস মিলেছে।

‘স্পোর্টসকিড়া’ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট নিয়ে সমালোচনা করেছেন ক্রিকেটবোদ্ধারা। তাই বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছে আইসিসি। 

‘টেলিগ্রাফ স্পোর্টস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসনকে প্রধান করে সম্ভাব্য পরিবর্তনগুলো যাচাই করা হচ্ছে। থম্পসন আইসিসির স্ট্র্যাটিজিক গ্রোথ কমিটির প্রধানের দায়িত্বেও আছেন।

টেলিগ্রাফ স্পোর্টস-কে থম্পসন বলেছেন, ‘এটা পরিস্কার হয়ে গেছে যে, বর্তমান কাঠামোটির যেভাবে কাজ করা উচিত ছিল, সেভাবে কাজ করছে না। আমাদের উচিত, ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার সেরা উপায় খুঁজে বের করা। কিন্তু এখনো কোনো সুপারিশ করা হয়নি।’

আগামী জুনে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ টেস্টের সিরিজ দিয়ে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। তার আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাটে পরিবর্তন আসবে জানিয়ে তিনি যোগ করেন, ‘এটা নিয়ে কাজের জন্য আমাদের হাতে পাঁচ মাস সময় আছে। সেরা দলগুলোকে ফাইনালে যেতে উৎসাহিত করতে এবং অন্য দেশগুলোকে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলতে এই পরিবর্তন আনা হবে। আমরা টেস্ট ক্রিকেটের অখণ্ডতা রক্ষা এবং এর বিকাশ নিশ্চিত করব।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম