বিপিএলে পারফর্ম করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফাহিম, খচখচানি ওয়াসিমের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম
![বিপিএলে পারফর্ম করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফাহিম, খচখচানি ওয়াসিমের](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/02/ct25-679f437dc7289.jpg)
ওয়াসিম আকরাম ও ফাহিম আশরাফ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফর্ম করেছে পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। সে সুবাদে ডাক পেয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে। কিন্তু শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্সের সুবাদে ফাহিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ার বিষয়টিকে ভালোভাবে দেখছেন না পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পড়েনি ফাহিম আশরাফের। তবে চলতি বিপিএল ফরচুন বরিশালের জার্সিতে আলো ছড়িয়েছেন তিনি। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় দুইয়ে এই অলরাউন্ডার। এছাড়া ৫ ইনিংসে ব্যাট করেছেন ২৩১.৮১ স্ট্রাইকরেটে, রান ১০২।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নজর কাড়তে না পারলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতে দলে সুযোগ পাওয়াদের নিয়ে ওয়াসিমের মূল্যায়ন, ‘জাতীয় দলের স্কোয়াড আমি এখনও ভালোভাবে দেখিনি। দুয়েকবার চোখ বুলিয়ে দেখেছি ফাহিম আশরাফ আছে দলে, তাকে শুভকামনা জানাচ্ছি, প্রতিভাবান ক্রিকেটার। তবে শেষ ২০ (আন্তর্জাতিক ওয়ানডে) ম্যাচে তার বোলিংয়ের গতি ছিল গড়ে ১০০ এবং ব্যাটিং গড় ৯ রান। সে এবং খুশদিল (বিপিএলের মাধ্যমে) বিস্ময়করভাবে ফিরে এসেছে। অথচ আমরা মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়েছি। ভারত নিয়েছে ৩-৪ জন, নিশ্চয়ই তাদের যৌক্তিক কারণ আছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান এবারের আসরে কতদূর যাবে সে প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘আমি স্বাভাবিকভাবেই পাকিস্তানকে জিততে দেখতে চাই। কিন্তু এটি সহজ নয়, এখানে বিশ্বের সেরা ৮টি দল খেলবে। আমার মন বলছে পাকিস্তান নিশ্চয়ই সেমিফাইনাল খেলবে।’
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে হবে আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান।