বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জন, নীরবতা ভেঙেছে বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
বিপিএলে ফিক্সিং নিয়ে গুঞ্জন ডালপালা মেলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এই ইস্যুতে তথ্যপ্রবাহে ঘাটতি থাকায় দেদারসে ছড়াচ্ছে ‘গুজব’। এই যেমন আজ (শনিবার) ছড়িয়ে পড়ে এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর।
তবে বিজয় সাফ জানিয়ে দিয়েছেন, এই নিষেধাজ্ঞার ব্যাপারে তাকে কিছুই জানানো হয়নি। তিনি কয়েকজন বোর্ড পরিচালকের সঙ্গে আলাপ করেও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।
এবার বিসিবি এক বিবৃতি দিয়ে বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরকে ভিত্তিহীন হিসেবে বর্ণনা করেছে। সেখানে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল বোর্ড। তাই এমন কোনো কর্মকাণ্ড ঘটলে সব ধরনের ব্যবস্থা নেবে তারা।
বিসিবি বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে দুর্বার রাজশাহী দলের সদস্য ক্রিকেটার এনামুল হক বিজয়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত বিষয়ে, বিশেষ করে দুর্নীতিবিরোধী বিধি সম্পর্কিত বিষয়ের কারণে দেশের বাইরে ভ্রমণ বা দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞার সম্মুখীন করেছেন। বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে, এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিসিবির জানা নেই এবং আনুষ্ঠানিকভাবে তার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে - এমন কোনো বিজ্ঞপ্তিও বিসিবি পায়নি।’
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে বিসিবি বলেছে, ‘বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট বাংলাদেশ ক্রিকেটের সততা সম্পর্কিত সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাযথ গোপনীয়তা ও সংবেদনশীলতার সঙ্গে বিষয়গুলো পরিচালনা করছে। এরই অংশ হিসেবে, দুর্নীতিবিরোধী ইউনিট এর তদন্ত কার্যক্রমে সহায়তা করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। বিসিবি একটি ন্যায়সঙ্গত ও স্বচ্ছ ক্রিকেটীয় পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশে খেলাধুলার সততা রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত থাকবে।’