Logo
Logo
×

খেলা

দুবাইয়ে শোয়েবের নাম মুছে ফেললেন সানিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম

দুবাইয়ে শোয়েবের নাম মুছে ফেললেন সানিয়া

শোয়েব মালিক ও সানিয়া মির্জা

দুবাইয়ে স্বপ্নের বাড়ি নির্মাণ করেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। স্বামী শোয়েব মালিক এবং সন্তান আজহানকে সেখানে থিতু হতে চেয়েছিলেন। তবে এক বাওবাতাসে সব এলোমেলো হয়ে গেছে। গত বছর পথ বেঁকে গেছে শোয়েব-সানিয়ার, ভেঙেছে তাদের ১৪ বছরের সম্পর্ক।

তাই দুবাইয়ের সেই বাড়ি থেকে শোয়েবের নাম মুছে ফেলেছেন সানিয়া। সেখানে যুক্ত করেছেন ছেলে আজহানের নাম। পাকিস্তানি ক্রিকেটার শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর এখন আজহানকে নিয়েই সানিয়ার দুনিয়া।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আর কিছুদিনের মধ্যেই আজহানকে নিয়ে দুবাইয়ের বাড়িতে উঠবেন এই ভারতীয় টেনিস তারকা।

এদিকে দুবাইয়ে এক ব্যবসায়ীর সঙ্গে সানিয়ার সম্পর্কের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। আদিব সাজান নামের সে ব্যবসায়ী সানিয়ার দুবাইয়ের বাড়ির নকশা-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

তবে এই সম্পর্কের ধরন নিয়ে এখনো মুখ খোলেননি সানিয়া এবং আদিব।

এদিকে সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পরপরই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে সঙ্গে গাঁটছড়া বাঁধেন শোয়েব। সম্প্রতি নিজেদের প্রথম বিবাহবার্ষিকী পালন করেছে এই দম্পতি।


Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম