অবিশ্বাস্য বোলিংয়ে আফ্রিদির পাশে হাসান মাহমুদ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম
![অবিশ্বাস্য বোলিংয়ে আফ্রিদির পাশে হাসান মাহমুদ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/01/hasan-mahmud-bpl-khulna-679e0450c9c2d.jpg)
হাসান মাহমুদ
চলতি বিপিএলে বাংলাদেশের পেসাররা দুর্দান্ত ছন্দে রয়েছেন। টুর্নামেন্টের শুরুর দিকে স্রেফ ১৯ রানে ৭ উইকেট শিকার করে বিপিএলে ইতিহাস গড়েছিলেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। চিটাগং কিংসের সবশেষ ম্যাচে স্রেফ ৫ রান খরচায় ৪ উইকেট ঝুলিতে পুরেছিলেন শরিফুল ইসলাম।
এবার তাদের পথ ধরে বিপিএলে বল হাতে আগুন ঝরিয়েছেন খুলনা টাইগার্সের পেসার হাসান মাহমুদ। আজ (শনিবার) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে দিয়েছেন একটি মেডেন, স্রেফ ৫ রান খরচায় শিকার করেছেন দুই উইকেট।
এতে অবিশ্বাস্য এক কীর্তি গড়া হয়ে গেছে হাসানের। বিপিএল ইতিহাসে বোলিং কোটার ৪ ওভার পূর্ণ করেছেন, এমন বোলারদের মধ্যে সবচেয়ে কিপটে বোলিংয়ের কৃতিত্ব এখন তার।
এই কীর্তিতে অবশ্য তার সঙ্গী হিসেবে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এবং নাহিদুল ইসলামও। তারাও হাসানের সমান ৪ ওভার বল করে খরচ করেছেন মোটে ৫ রান। হাসানের মতোই আফ্রিদি ও নাহিদুলের ইকোনমি রেটও ১.২৫।
উইকেটসংখ্যার দিক দিয়েও আফ্রিদির সমান দুই উইকেট পেয়েছেন হাসান। এদিক দিয়ে অবশ্য কিছুটা এগিয়ে নাহিদুল। ৪ ওভারে ৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেছিলেন তিনি।
হাসানের এমন দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের ম্যাচে ঢাকাকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফের টিকিট কেটেছে তার দল খুলনা।