Logo
Logo
×

খেলা

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৮ পিএম

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড জয়

গল টেস্টে শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ইনিংস ও ২৪২ রানের বিশাল ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ার এটি সবচেয়ে বড় জয়।

এর আগে ২০১২ সালে ইনিংস ও ২০১ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুধু শ্রীলংকার বিপক্ষেই নয়, এশিয়ার কোনো দলের বিপক্ষে সদ্য শেষ হওয়া গল টেস্ট অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়। 

এর আগে ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে ইনিংস ও ২১৯ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। 

টেস্টে এর চেয়ে বড় হার নেই শ্রীলংকার। এর আগে লংকানরা ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে, ইনিংস ও ২৩৯ রানে হেরে যায়।

গল টেস্টের প্রথম ইনিংসে উসমান খাজার ডাবল (২৩২), অধিনায়ক স্টিভ স্মিথের (১৪১) ও জশ ইংলিসের (১০২) সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৬৫৪ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। 

জবাবে ব্যাটিংয়ে নেমে ম্যাথু কুনম্যান ও নাথান লিয়নের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে প্রথম ইনিংসে ৫২.২ ওভারে ১৬৫ রানে অলআউট হয় শ্রীলংকা। ম্যাথু কুনম্যান ৬৩ রানে ৫ উইকেট নেন। ৫৭ রানে ৩ উইকেট নেন নাথান লিয়ন। 

ফলোঅন এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও শ্রীলংকার বিপর্যয় ঘটে। ম্যাথু কুনম্যান আর নাথান লিয়নের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে দ্বিতীয় ইনিংসে ৫৪.৩ ওভারে ২৪৭ রানে অলআউট হয় শ্রীলংকা। কুনম্যান ও লিয়ন ৪টি করে উইকেট ভাগাভাগি করেন। 

অস্ট্রেলিয়া ইনিংস ২৪২ রানে জয় লাভ করে। দলের জয়ে দুই ইনিংস মিলে ৯  উইকেট শিকার করে ম্যাচ সেরা হন ম্যাথু কুনম্যান। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম