আইপিএল খেলার খুব কাছে ছিলেন শরিফুল ইসলাম, তাও একবার নয়, দু’বার। তবে একবারও শিকে ছেঁড়েনি শেষমেশ, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দোহাই দিয়ে বিসিবি তাকে শেষমেশ অনাপত্তিপত্র দেয়নি।
এবার নতুন এক ডাক এল শরিফুলের সামনে। ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, টি-টোয়েন্টি ব্লাস্ট-এ অংশ নেওয়ার ডাক পেয়েছেন। সেজন্য অবশ্য তাকে আগে বিসিবির কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ এনওসি পেতে হবে।
তাকে আসছে টুর্নামেন্টে পেতে চাইছে ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্স। মে মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত শরিফুল দলে চায় তারা।
সেজন্যে অবশ্য শরিফুলকে আগে বিসিবির অনাপত্তিপত্র পেতে হবে। এর আগে একাধিকবার আইপিএলের মাঝপথে বদলি হিসেবে ডাক এসেছিল তার। তবে বিসিবি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে আইপিএলে যেতে দেয়নি। গেল বছর তাকে চেয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, তবে সেবারও একই কারণে যাওয়া হয়নি তার।
এবার অবশ্য পরিস্থিতিটা আলাদা। শরিফুলকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের মূল স্কোয়াডে রাখা হয়নি। দেশের পেস বোলিং আক্রমণে তীব্র প্রতিযোগিতা থাকায় তিনি বাদ পড়েছেন। নির্বাচকরা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব-কে বেছে নিয়েছেন। যার ফলে শরিফুল তো বটেই, হাসান মাহমুদও বাদ পড়েছেন।
তবে শরিফুল ঠিকই নিজেকে মেলে ধরেছেন চলতি বিপিএলে। নিয়মিত পারফর্ম করে আছেন টুর্নামেন্টের সেরা বোলার হওয়ার দৌড়েও।
তার ফর্মের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে বৃহস্পতিবার রাতে শের-ই-বাংলা স্টেডিয়ামে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তিনি ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স দেখান, মাত্র ৫ রান খরচায়! সুইং এবং সিম মুভমেন্ট খুঁজে পেয়ে প্রতিপক্ষ ব্যাটারদের কাঁপিয়ে দেন। এমন ফর্মই তাকে বাড়তি নজরে পড়তে বাধ্য করেছে বাইরের লিগগুলোর। এবার টি-টোয়েন্টি ব্লাস্টেও এই ফর্ম দেখানোর সুযোগ পান কি না, তা সময়ই বলে দেবে।