Logo
Logo
×

খেলা

ওয়েস্ট ইন্ডিজে ধবলধোলাই বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ এএম

ওয়েস্ট ইন্ডিজে ধবলধোলাই বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সিরিজ আগেই হেরে বসেছিল বাংলাদেশ। শেষ ম্যাচটা তাই হয়ে উঠেছিল নিগার সুলতানা জ্যোতির দলের মান বাঁচানোর লড়াই। সেটাও পারেনি নারী দল। ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের শিকার বাংলাদেশ।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১০৪ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। আগের ম্যাচে দুশর বেশি রান করা ক্যারিবীয়দের বিপক্ষে খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না সেই রান তাড়া করা। হয়েছেও তাই। চাপ না নিয়ে সহজ জয় তুলেছে দলটি। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতেছে ৯ বল ও ৫ উইকেট হাতে রেখে। বাংলাদেশ সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে।

শেষ ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে। তবে তিনিও ছিলেন যথেষ্ট ধীর। এই রান তুলতে ৪৩ বল খেলতে হয়েছে তাকে। বাকিদের অবস্থা আরও নাজুক।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো না হলেও মাঝারি মানের ইনিংসই যথেষ্ট ছিল বাংলাদেশকে হারাতে। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানে অপরাজিত ছিলেন শাবিকা গাজনাবি। ম্যাচে ২৫ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা জেননিলিয়া গ্লাসগো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম