Logo
Logo
×

খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ালিফায়ারে আবাহনী

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪ এএম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ালিফায়ারে আবাহনী

বি-গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে উঠল ঢাকা আবাহনী। ২-০ গোলে হারিয়েছে তারা রহমতগঞ্জকে। হেরে গেলেও অবশ্য এই গ্রুপ থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে পুরান ঢাকার ক্লাবটি। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেওয়া মোহামেডান ৫-২ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্সকে।

শুক্রবার কিংস অ্যারেনায় আবাহনীর এনামুল গাজী ও অধিনায়ক মো. হৃদয় একটি করে গোল করেন। ফেডারেশন কাপের চলতি আসরে একটি গোলও হজম করেনি আবাহনী। সেটা গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ধরে রাখল দলটা।

ওদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ১০ জনের ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে মোহামেডান। লিগে ফকিরেরপুলের কাছে ০-১ গোলে হেরে মোহামেডান পয়েন্ট খুইয়েছিল। সাদা-কালোদের মইনুল ইসলাম ও আরিফ হোসেন দুটি করে গোল করেন। অপর গোলটি আত্মঘাতী। ৬৭ মিনিটে ফকিরেরপুলের গান্টো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

৮ এপ্রিল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কিংস ও ঢাকা আবাহনী। ১৫ এপ্রিল দ্বিতীয় কোয়ালিফায়ারে দুই গ্রুপের দুই রানার্সআপ ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ খেলবে। ২২ এপ্রিল কিংস ও আবাহনীর ম্যাচে হেরে যাওয়া দল আর ১৫ এপ্রিল ব্রাদার্স ও রহমতগঞ্জের ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে। ২ মে ফাইনাল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম