Logo
Logo
×

খেলা

ছোটবেলা থেকেই যুগান্তর পড়ছি: তাসকিন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ এএম

ছোটবেলা থেকেই যুগান্তর পড়ছি: তাসকিন

পথচলা শুরু ২৫ বছর আগে। আজ ছাব্বিশে পা দিল যুগান্তর। এ এক স্মৃতিমেদুর স্বপ্নযাত্রা। যুগান্তরের রজতজয়ন্তী উৎসবে স্মৃতির জোনাকিরা জ্বলছে দেশের ক্রিকেটের দিকপালদের মনের আকাশে। 

খ্যাতির শিখর স্পর্শ করা বাংলাদেশের ক্রিকেটের কয়েকজন দিকপাল যুগান্তরের জন্মদিনে তাদের উষ্ণ ভালোবাসার পুষ্পবৃষ্টি ঝরিয়েছেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ তাদেরই একজন।

যুগান্তরের জন্মদিনে তিনি খানিকটা স্মৃতিকাতরই হয়ে পড়লেন। তিনি বলেন, ‘২৫ বছর দীর্ঘ সময়। আমরা যখন ছোট ছিলাম, যুগান্তর পড়তাম। এখনো পড়ি। ভালো লাগছে সেই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাকে কিছু বলতে হচ্ছে।’ 

ক্রীড়াপ্রেমি হয়ে থাকলে পত্রিকা খুলেই খেলার পাতাতে চলে যাওয়াটা খুবই স্বাভাবিক দৃশ্য তরুণ সমাজে। তাসকিনও ছিলেন সোজা খেলার পাতাতে চলে যাওয়াদের সে দলে। 

তিনি বলেন, ‘ক্রিকেটার বা খেলোয়াড় হিসাবে নিশ্চয় আমাদের কাছে খেলার পাতার গুরুত্ব বেশি। যুগান্তরে সব খেলাকেই গুরুত্ব দেওয়া হয়। অনেক শুভকামনা রইল। সবার আস্থা নিয়ে যুগান্তর এগিয়ে যাক।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম