Logo
Logo
×

খেলা

যে দুই ফুটবলারকে নিজের চেয়েও ভালো মনে করেন নেইমার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

যে দুই ফুটবলারকে নিজের চেয়েও ভালো মনে করেন নেইমার

নেইমার

গত এক দশকে ব্রাজিলের যে ফুটবলার সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন, তার নাম নেইমার। সেই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলার সময় থেকেই তাকে নিয়ে আলোচনা। এরপর বার্সেলোনার জার্সিতে কাটিয়েছেন ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময়।

তবে বিশ্ব রেকর্ড চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে নাম লেখানোর পর তার ফর্ম নিম্নগামী হয়। এর পাশাপাশি চোটাঘাতের সঙ্গেও তার দীর্ঘ লড়াই চলে। এখন সৌদি ক্লাব আল-হিলালে খেলছেন। ফুটবল দিয়ে এখন আর সমর্থকদের মন জোগাতে না পারলেও তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে বিশ্বের ‘তৃতীয় সেরা’ ফুটবলার দাবি করেছেন নেইমার। ইনস্টাগ্রামে রোমারিওটিভি অফিসিয়ালের একটি ভাইরাল ট্রেন্ডে অংশ নিয়ে নেইমার মজার ছলে এ কথা বলেন।

ট্রেন্ডে যখন তাকে নিজের এবং অন্যান্য তারকার মধ্যে তুলনা করতে বলা হয়, তখন তিনি বলেন, ‘আমি আর সুয়ারেজ? আমি... আমি আর ডি মারিয়া? আমি... নেইমার আর এমবাপ্পে? আমি... নেইমার আর মেসি? লিও... আমি আর রোনালদো? রোনালদো...’

২০ সেকেন্ডের এই ভিডিওতে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকেই শুধু নিজের চেয়ে এগিয়ে রেখেছেন নেইমার। একসময় মেসি-রোনালদোর উত্তরসূরি হিসেবে ভাবা হতো তাকে, তবে চোট আর ক্যারিয়ার নিয়ে কিছু হঠকারী সিদ্ধান্তের কারণে আর তাদের পর্যায়ে যাওয়া হয়নি নেইমারের।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম