Logo
Logo
×

খেলা

দুই বছর পর রঞ্জিতে ফিরে এক ম্যাচে ১২ উইকেট জাদেজার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম

দুই বছর পর রঞ্জিতে ফিরে এক ম্যাচে ১২ উইকেট জাদেজার

রবীন্দ্র জাদেজা

রঞ্জি ট্রফিতে যেখানে তার সতীর্থরা ঠিক জ্বলে উঠতে পারছেন না, সেদিক দিয়ে একেবারেই ব্যতিক্রম রবীন্দ্র জাদেজা। ব্যাটে-বলে সৌরাষ্ট্রের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই অলরাউন্ডার। বিশেষ করে তার বোলিং জাদুতে দুই দিনেই জয়ের মুখ দেখেছে সৌরাষ্ট্র।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সম্প্রতি এক নতুন নির্দেশনা জারি করেছে। জাতীয় দলের নিয়মিত মুখদেরও এখন ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে খেলতে হবে। সে নির্দেশনা মেনে যারা রঞ্জি ট্রফির চলতি রাউন্ডে মাঠে নেমেছেন, তাদের মধ্যে প্রথম দুই দিনে সবচেয়ে উজ্জ্বল জাদেজা।

২০২৩ সালের জানুয়ারির পর এই প্রথম রঞ্জিতে মাঠে নেমেই নিজের জহর দেখিয়েছেন ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার। সৌরাষ্ট্রের হয়ে দিল্লির বিপক্ষে ১০৪ রান খরচায় ১২ উইকেট শিকার করেছেন তিনি। তার এমন পারফরম্যান্সে দিল্লির বিপক্ষে ম্যাচটি ১০ উইকেটে জিতে নিয়েছে সৌরাষ্ট্র।

ম্যাচের প্রথম ইনিংসে ১৭.৪ ওভারে ৬৬ রানে তার শিকার ছিল ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে দিল্লিকে ৯৪ রানে গুটিয়ে দিতে ১২.২ ওভারে ৩৮ রানে ৭ উইকেট ঝুলিতে পোরেন তিনি।

ব্যাট হাতে একমাত্র ইনিংসে তার রান ৩ ছক্কা ও ২ চারে ৩৬ বলে ৩৮।

পরিসংখ্যান বলছে, এই নিয়ে দশমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচে ১০ বা তার বেশি উইকেট শিকার করলেন জাদেজা। সবমিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৬ ম্যাচে তার উইকেট এখন ৫৫৪টি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম