Logo
Logo
×

খেলা

যেমন কাটল আথিয়া-রাহুলের দুই বছর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম

যেমন কাটল আথিয়া-রাহুলের দুই বছর

ছবি: সংগৃহীত

২০২৩ সাল থেকে আজ— দীর্ঘদিনের প্রেমকে পরিণতি দেওয়ার দুই বছর। এই সময়ে খুব একটা মিডিয়ার সামনে আসেননি আথিয়া শেঠি ও কেএল রাহুল দম্পতি। ভারতের জাতীয় দলে জায়গা আবারও পোক্ত করেছেন রাহুল। অভিনয় ছেড়ে দিয়েছেন আথিয়া। তবে বিয়ের দুই বছর পূর্তিতে বেশ দারুণই আছেন দুজন।

দুই বছর আগে সাত পাকে বাঁধা পড়েছিলেন সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। ২৩ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ক্রিকেটার রাহুলকে বিয়ে করেন। গতকাল বিবাহবার্ষিকী উপলক্ষ্যে ইনস্টাগ্রামে কয়েকটি ছবিও পোস্ট করেছেন আথিয়া। যা নিয়েই দর্শক-সমর্থক হয়ে ভারতীয় মিডিয়ার আলোচনা।

কয়েকটি ছবি স্টোরিতে দিয়ে আথিয়া লিখেছেন, ‘হ্যাপি ২ টু মাই ফরেভার।’ সেই পোস্টে দেখা যায় হাস্যোজ্জ্বল আথিয়া শক্ত করে জড়িয়ে আছেন রাহুলকে। নেটিজেনরা এই ছবিটির মাধ্যমে বিচার করছেন, দম্পতি খুব সুখে আছে। তাছাড়া এই দুবছরে তাদের কোনো ঝামেলা বা সমস্যা সামনেও আসেনি।

শুধু আথিয়া নন, দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সুনীল শেঠি। আথিয়ার বাবা সুনীল তাদের দুজনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী আমার বাচ্চারা। সবসময় সুখী থাকো, আশীর্বাদিত থাকো।’ আথিয়ার ভাই আহান শেঠিও তার ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

চার বছরের সম্পর্ক ছিল রাহুল-আথিয়ার। সুনীল শেঠির খান্ডালার খামারবাড়িতে বসেছিল রাহুল-আথিয়ার বিয়ের আসর। বিয়েতে হালকা গোলাপি লেহেঙ্গায় সেজেছিলেন আথিয়া, সঙ্গে পরেছিলেন কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। কেএল রাহুলের দেখা মিলেছিল সাদা রঙা শেরওয়ানিতে। বিয়ের আসরে ১০০ জন অতিথি উপস্থিত ছিল দুই তরফে। সেই বন্ধনের দুই বছর পূর্তি ছিল আজ। দম্পতি ঘোষণা দিয়েছেন এ বছরেই তাদের পরিবারে সদস্য বাড়তে যাচ্ছে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম