
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম
বরিশালকে খাদের কিনারা থেকে টেনে তুললেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
৮৭ রানে ৬ উইকেট খুইয়ে ধুঁকছিল ফরচুন বরিশাল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৬৭ রান জমা করতে পেরেছে দলটি, এর কৃতিত্ব নিশ্চিতভাবেই মাহমুদউল্লাহর প্রাপ্য। দল যখন খাদের কিনারায় দাঁড়িয়ে, তখন সপ্তম উইকেটে রিশাদ হোসেনকে নিয়ে দারুণ এক জুটি গড়ে বরিশালকে লড়াইয়ের রসদ এনে দিয়েছেন তিনি।
এর আগে ওপেনার তাওহিদ হৃদয়কে নিয়ে চতুর্থ উইকেটে আরও একটি জুটি গড়েছিলেন মাহমুদউল্লাহ। দুটি জুটিই সমান ৪৭ রানের। আর এই দুই জুটির বলেই ব্যাটিং ধসের পরও লড়াকু পুঁজি পেয়েছে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা বরিশাল।
ব্যাট হাতে দায়িত্বশীল মাহমুদউল্লাহর ৫০ রানের ইনিংসে ছিল ৩ চার এবং দুটি ছক্কার মার। শেষদিকে রিশাদ হোসেন ঝড়ো গতিতে ব্যাট চালিয়ে তুলেছেন ১৯ বলে ৩৯ রান তুলেছেন ৫ চার ও ১ ছক্কায়। আর ওপেনিংয়ে নেমে অন্য পাশে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের সাক্ষী হওয়া হৃদয়ের ব্যাটে এসেছে ৩৬ রান।
ব্যর্থ হয়েছেন বরিশালের দুই অভিজ্ঞ ব্যাটার অধিনায়ক তামিম ইকবাল (০) ও মুশফিকুর রহিম (৫)। তবে মাহমুদউল্লাহর বীরত্বে তাদের ব্যর্থতা কিছুটা হলেও পুষিয়ে গেছে।
খুলনার পক্ষে বল হাতে সবচেয়ে সফল অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৩৫ রান খরচায় ৩ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। আর ১৯ রানে দুই উইকেট শিকার করেছেন পেসার সালমান ইরশাদ।
ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫
আরও পড়ুন