Logo
Logo
×

খেলা

৭০০-এর বেশি গড় নিয়েও জায়গা হয়নি দলে, তবুও স্বপ্ন দেখেন নায়ার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৩:৫২ পিএম

৭০০-এর বেশি গড় নিয়েও জায়গা হয়নি দলে, তবুও স্বপ্ন দেখেন নায়ার

ছবি: সংগৃহীত

গত কিছুদিন ধরেই ক্রিকেটপাড়ায় আলোচিত নাম করুণ নায়ার। নিজেকে আলোচনার টেবিলে তুলে আনতে একরকম বাধ্য করেছেন এই ৩৩ বছর বয়সি ক্রিকেটার। বিজয় হাজারে ট্রফিতে সব মিলিয়ে ৯ ইনিংসে ৩৮৯.৫০ গড়ে তার রান ৭৭৯। মাঝের সময়টাতে গড়েছেন বেশকিছু রেকর্ড।

টানা অপরাজিত থেকে লিস্ট এ ক্রিকেটে গড়েছেন বিশ্বরেকর্ড। করেছেন ৫৪২ রান। তাছাড়া মাঝের সময়টাতে ৭ ম্যাচে ৫ সেঞ্চুরি হাঁকান তিনি। যেখানে তার গড় ছিল ৭৫২! অথচ, এমন পারফরম্যান্সের পরও ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি তার। স্বাভাবিকভাবেই হতাশ হওয়ার কথা যেকোনো ব্যাটারের। তবে সেটি হচ্ছেন না নায়ার। এখনও স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার।

নায়ার অবশ্য জাতীয় দলে খেলেছেন আগেও। ভারতের হয়ে ৬টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন তিনি। সেখানেও আছে হতাশার গল্প। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করে আলোড়ন তুলেছিলেন নায়ার। কিন্তু পরের টেস্টেই বাদ পড়তে হয় তাকে। চোট কাটিয়ে আজিঙ্কা রাহানে ফেরায় দল থেকে বাদ পড়েন তিনি। সেই তিনি এখন নতুন করে ফেরার চেষ্টা করছেন।

আর এই চেষ্টা যে তিনি চালিয়ে যাবেন সেটাও জানিয়েছেন নায়ার। বলেন, ‘অবশ্যই, ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন আপনার মাথায় থাকতে হবে। আপনি যদি দেশের হয়ে খেলতে চান, তাহলে আপনাকে স্বপ্ন দেখতে হবে। আমার মাঝেও এ স্বপ্ন আছে আর সেটা আমার অনুপ্রেরণা।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম