
প্রিন্ট: ০৬ মার্চ ২০২৫, ০৫:০৯ এএম
স্ত্রীর হাত ধরে কাঁপতে কাঁপতে স্টেডিয়ামে ভারতীয় সাবেক তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৮:২২ পিএম

আরও পড়ুন
স্ত্রীর হাত ধরে কাঁপতে কাঁপতে ওয়াংখেড় স্টেডিয়ামে উপস্থিত হলেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলি। তার শরীর এখনো পুরোপুরি সুস্থ নয়। স্ত্রীর সাহায্য নিয়ে হাঁটতে দেখা গেল তাকে।
গতকাল রোববার ওয়াংখেড় স্টেডিয়ামের ৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতীয় সাবেক এই তারকা ক্রিকেটার।
দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন বিনোদ কাম্বলি। গত বছরের শেষের দিকে তার শরীর এতটা খারাপ হয়ে পড়ে যে হাসপাতালে ভর্তি করতে হয়। যদিও সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন বেশ কিছুদিন আগেই। কয়েক দিন আগে ওয়াংখেড় স্টেডিয়ামের পঞ্চাশতম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনালগ্নে দেখা যায় কাম্বলিকে। এবার অনুষ্ঠানের শেষ লগ্নেও হাজির হয়েছিলেন তিনি।
রোববার সপরিবারে ওয়াংখেড় স্টেডিয়ামে উপস্থিত হন কাম্বলি। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মুম্বাইয়ের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। উপস্থিত ছিলেন রোহিত শর্মা-রবি শাস্ত্রীর মতো তারকারা। এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
তবে এখনো যে পুরো সুস্থ নয় বিনোদ কাম্বলি সেটা আরও একবার বোঝা গেল। হাঁটতে বেশ সমস্যা হচ্ছিল তার। স্ত্রী আন্দ্রেয়ার হাত ধরে চলতে হচ্ছিল তাকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতোমধ্যেই।
গত ডিসেম্বরের শেষদিকে বেশ উদ্বেগ দেখা গিয়েছিল তার শারীরিক পরিস্থিতি নিয়ে। কাম্বলির অবস্থা গুরুতর হয়ে ওঠায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের চিফ ইনটেনসিভিস্ট ডা. বিবেক দ্বিবেদী কাম্বলির স্বাস্থ্য সম্পর্কে একটি আপডেট দিয়েছিলেন। জানা যায়, মদপানের কারণে তার এ অবস্থা হয়েছে।
বিনোদ কাম্বলি ১৯৯৩-২০০০ সাল পর্যন্ত ভারতের হয়ে ১৭টি টেস্ট এবং ১০৪টি ওয়ানডে খেলেছিলেন। তিনি ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছোটবেলার বন্ধু ছিলেন।