
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:১৩ এএম
অলিম্পিকজয়ী নীরাজের নতুন জীবনসঙ্গী, কে এই হিমানি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
অলিম্পিকে জ্যাভলিন নিক্ষেপে দুবার পদক জেতা নীরাজ চোপড়া বিয়ে করেছেন।
রোববার এক ইনস্টাগ্রাম পোস্টে ভারতের তারকা জানান, জীবনসঙ্গী বাছাইয়ের কাজ সেরে ফেলেছেন
তিনি। পাত্রী হিমানি মোর।
নিজের বিয়ের ছবি শেয়ার করে সেই পোস্টে নীরাজ লিখেছেন, ‘জীবনের নতুন অধ্যায় শুরু করছি।
আপনাদের প্রতিটি আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ যা আমাদের এই মুহূর্তে একত্রিত করেছে।
ভালোবাসায় আবদ্ধ করেছে।’
২৫ বর্ষী হিমানিও একজন খেলোয়াড়। তিনি টেনিস খেলোয়াড়। পড়াশোনা করেছেন
সাদার্ন লুইসিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে। ফ্র্যাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয়ে সহকারী
কোচ হিসাবেও কাজ করেছেন। কলেজে মেয়েদের টেনিস দলের গুরুত্বপূর্ণ সদস্য হিমানি। এখন
স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তরে পড়াশোনা করছেন।
নীরাজের বাড়ি হরিয়ানায়। একই রাজ্যের মেয়ে হিমানি। তার ভাই হিমাংশুও
টেনিস খেলেন। ভারতের এক নম্বর টেনিস খেলোয়াড় সুমিত নাগাল এবং হিমানি একই স্কুলে পড়াশোনা
করেছেন।
এদিকে, ভারতের হয়ে জ্যাভলিন নিক্ষেপে বেশ খ্যাতি কুড়িয়েছেন নীরাজ। এই ক্রীড়াবিদ ইতোমধ্যেই দেশের হয়ে জিতেছেন বেশ কিছু পদক। ২০১৬ সালে আঞ্চলিক ফাইনালে প্রথম পদক জয়ের পর এই বিভাগে মোট ৪টি সোনা জিতেছেন তিনি। ২০১৮ সালে জিতেছেন কমনওয়েলথ পদক, ২০০৩ সালে বিশ্ব ফাইনালের সোনা জয়ের আগে ২০২০ সালে অলিম্পিকে সোনা জিতেছেন। সবশেষ ২০২৪ সালে জেতেন সিলভার।