Logo
Logo
×

খেলা

প্রস্তাব পাকা, রিঙ্কু-প্রিয়ার বিয়ে কবে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম

প্রস্তাব পাকা, রিঙ্কু-প্রিয়ার বিয়ে কবে?

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ঘুরছে খবরটি— জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং। ভারতের একাধিক গণমাধ্যম পরে জানায়, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এমপি প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন হার্ডহিটার তারকা। তবে প্রিয়ার বাবা তুফানি সরোজ শুনিয়েছিলেন ভিন্ন খবর। গতকাল তিনিই আবার দিয়েছেন খুশির সংবাদ।

গণমাধ্যমে কথা বলার সময় প্রিয়ার বাবা তুফানি জানিয়েছেন, প্রিয়া ও রিঙ্কু একে অপরকে অনেকদিন ধরে চেনেন। দুজন এই বিয়েতে রাজি আছে বলে পরিবারকে জানিয়েছে। এরপরই রিঙ্কুর পরিবার যায় প্রিয়ার বাড়িতে। সেখানে কথা একপ্রকার পাঁকা। তুফানি জানিয়েছেন, বিয়েটাও ‍যতদ্রুত সম্ভব হয়ে যাবে।

প্রিয়ার বাবা বলেন, ‘শেষবার যখন রিঙ্কুর পরিবারের সঙ্গে কথা হয়েছিল, তা ইতিবাচক ছিল। ওদের বিয়ে নিয়ে কথা চলছে। প্রিয়া এবং রিঙ্কু একসঙ্গে বসে দিনক্ষণ ঠিক করে নেবে। আগামী লোকসভা অধিবেশন এবং (ইংল্যান্ডের বিপক্ষে) টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর সেটা সম্ভব হবে। তখনই বিয়ের তারিখ ঠিক করা হবে।’

কদিন আগে প্রিয়ার বাবা তুফানি দেন ভিন্ন খবর। বিয়ের গুঞ্জন ও অভিনন্দনের ঢল যখন নামছিল তখন প্রিয়ার বাবা জানান, এই খবরের কোনো ভিত্তি নেই। পুরো খবরটাই ভুয়া। রিঙ্কুর বাড়ির লোকেরা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন মাত্র। বাগদানের খবর সম্পূর্ণ জল্পনা। গতকাল তিনিই জানান, বিয়ের খবর।

২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই দলে আছেন রিঙ্কু। বর্তমানে কলকাতায় আছেন হার্ডহিটার এই ব্যাটার। ইডেন থেকেই শুরু হবে নতুন বছরে তার ক্রিকেট অভিযান।

হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে আজ ভারতের অন্যতম ক্রিকেটার বনে গেছেন রিঙ্কু। বাহাতি তারকা ব্যাটারকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স ১৩ কোটি টাকা খরচ করে রেখে দিয়েছে। রিঙ্কুর জীবনসঙ্গী হতে যাওয়া প্রিয়ার দুটি পরিচয়— রাজনৈতিক ও আইনজীবী। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন প্রিয়া। তবে এখন তিনি রাজনীতি নিয়েই ব্যস্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম