Logo
Logo
×

খেলা

আবাহনীর জয়ের দিনে আরও পেছাল কিংস

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:১৪ এএম

আবাহনীর জয়ের দিনে আরও পেছাল কিংস

প্রিমিয়ার লিগে আগেরদিন ব্রাদার্সকে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখে মোহামেডান। ওই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর চেয়ে সাদা-কালোদের ব্যবধান বেড়ে দাঁড়ায় আট পয়েন্টে। আবাহনী ব্যবধান কমিয়ে আনল রহমতগঞ্জকে হারিয়ে। 

শনিবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের দুই ও তিনে থাকা আবাহনী এবং রহমতগঞ্জ। পুরান ঢাকার দলটি জিতলে টপকে যেত আবাহনীকে। সর্বাধিক ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা সেই সুযোগ দেয়নি। ১-০ গোলে জিতে মোহামেডানের সঙ্গে পাঁচ পয়েন্টে ব্যবধান কমিয়ে এনেছে আবাহনীর শাকিল ৬৮ মিনিটে গোল করে। সেই লিড ধরে রেখে মাঠ ছাড়ে মারুফুল হকের দল।

শেষ দিকে আবাহনীকে চেপে ধরেও রহমতগঞ্জ গোল আদায় করতে পারেনি। আবাহনীও ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল। ৭০ মিনিটে মাহদি ইউসুফ খানকে বক্সে ফেলে দেন রহমতগঞ্জের তাজউদ্দিন। 

পেনাল্টি পেয়েও আবাহনী ব্যবধান বাড়াতে পারেনি। মোহাম্মদ ইব্রাহিমের নেওয়া পেনাল্টি শট বাইরে চলে যায়। আট ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৯। দ্বিতীয় স্থান সুসংহত করল তারা। সমান ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১৫। তৃতীয় স্থানে তারা। 

এদিকে কিংস অ্যারেনায় স্মোক ফ্লেয়ার ছড়ানো ও হাতাহাতির ম্যাচে ফর্টিজের কাছে পয়েন্ট খুইয়েছে স্বাগতিক কিংস। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। কিংসের তপু বর্মণ ও ফর্টিসের আবদুল্লাহ গোল করেন। এই ড্রয়ে আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো কিংস। সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই ফর্টিস।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম